বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শান্তি সমাবেশ করেছে কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগ।
শনিবার সকালে দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমেদ মঞ্জু, সহ-সভাপতি শেখ বাবুল, সাইদ হাসান লোবান, যুগ্ম সম্পাদক আ.ন.ম ওবায়দুর রহমান, ফজলে নুর তানু, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, রুহুল আমিন দুলাল, আতাউর রহমান বিপ্লব, মতি শিউলী ও ফারাহানা মিমি প্রমুখ।
বক্তারা, আগামী নির্বাচনে দলের তথা শেখ হাসিনার বিজয় তরান্বিত করতে সকল নেতা-কর্মীকে ঐক্যবদ্ধভাবে রাজপথে থাকার আহ্বান জানান।