২০২৩-২০২৪ অর্থবছরের জন্য কৃষি উৎপাদন বাড়াতে ৩৫ হাজার কোটি টাকা ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। যা গত অর্থ বছরের চেয়ে প্রায় ১৪ শতাংশ বেশি।
রোববার বাংলাদেশ ব্যাংকের জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন বাংলাদেশে ব্যাংকের ডেপুটি গর্ভনর একেএম সাজেদুর রহমান খান।
আজ সকালে বাংলাদেশ ব্যাংকে কৃষি ও পল্লী ঋণ নীতিমালা ঘোষণায় ডেপুটি গভর্নর সাজেদুর রহমান বলেন, বিদায়ী বছরে ৩০ হাজার ৮১১ কোটি টাকা লক্ষ্যমাত্রার নির্ধারণ করা হয়েছিল। তবে চাহিদা বিবেচনায় নিয়ে ব্যাংকগুলো ৩২ হাজার ৮৩০ কোটি টাকা বিতরণ করে। তবে ক্ষুদ্রঋণ সংস্থার মাধ্যমে ঋণ বিতরণ করায় কৃষকদের বাড়তি সুদ গুনতে হয়েছে।
চলতি অর্থ বছরে স্থানীয় বেসরকারি ব্যাংকগুলোকে নির্ধারিত লক্ষ্যমাত্রার কম করে হলেও ৫০ শতাংশ কৃষি ও পল্লী ঋণ নিজস্ব নেটওয়ার্কের মাধ্যমে বিতরণ করতে হবে। একই সঙ্গে লক্ষ্যমাত্রার ৬০ শতাংশ শস্য ও ফসল খাতে, ১৩ শতাংশ মৎস্য খাতে এবং ১৫ শতাংশ প্রাণিসম্পদ খাতে বিতরণ করতে হবে।