1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ০৩:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
রাজধানীতে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ৩ জনের যাবজ্জীবন এপেক্স গ্রুপের চেয়ারম্যান সৈয়দ মঞ্জুর এলাহী মারা গেছেন পদযাত্রায় পুলিশের বাধা, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি চলতি বছর ফিতরা সর্বনিম্ন ১১০ ও সর্বোচ্চ ২৮০৫ টাকা ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শাহবাগে ৩০ কলেজের শিক্ষার্থীরা আমিনবাজারে পাওয়ার গ্রিডের আগুন ২ ঘণ্টা পর নিয়ন্ত্রণে নতুন দলের নিবন্ধন আবেদন চেয়ে ইসির গণবিজ্ঞপ্তি জারি ধর্ষণের শিকার শিশুটির সব ছবি সরাতে হাইকোর্টের নির্দেশ সিরিয়ায় নিরাপত্তা বাহিনী ও আসাদপন্থীদের লড়াই, নিহত হাজার ছাড়াল অদম্য নারীদের হাতে পুরস্কার তুলে দিলেন প্রধান উপদেষ্টা

কেরানীগঞ্জের কলাতিয়ায় ধর্ষণের বিরুদ্ধে শিক্ষার্থীদের প্রতিবাদ, মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১২ মার্চ, ২০২৫

কেরানীগঞ্জ প্রতিনিধি: মোঃ শাওন হোসেন: কেরানীগঞ্জের কলাতিয়ায় ধর্ষণের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে শিক্ষার্থীরা রাস্তায় নেমেছে। সমাজ থেকে ধর্ষণের মতো জঘন্য অপরাধ নির্মূলের দাবিতে তারা মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের আয়োজন করে। এতে কেরানীগঞ্জের বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়।

মঙ্গলবার, ১২ মার্চ ২০২৫, দুপুরে কলাতিয়া ডিগ্রি কলেজের সামনে থেকে শুরু হওয়া মানববন্ধন আলিনগর হয়ে ড্রিম প্লাজার সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। মানববন্ধনে অংশগ্রহণকারীরা ‘ধর্ষকের সর্বোচ্চ শাস্তি চাই’, ‘নারী নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়াও’—এমন বিভিন্ন স্লোগানে মুখরিত করে তোলে পুরো এলাকা।

মানববন্ধনে বক্তব্য রাখেন মো. মাসুদ পারভেজ রুবেল (শিক্ষক, ভেনিস বিশ্ববিদ্যালয়ে ইংরেজি সাহিত্যে দ্বিতীয় মাস্টার্স অধ্যয়নরত), সাকিব সোহান (IUBAT), জাহিদ হাসান (কলাতিয়া ডিগ্রি কলেজ) এবং রবিন আহমেদ (ফার্মেসী বিভাগ, বাংলাদেশ বিশ্ববিদ্যালয়)। এছাড়া সার্বিক সহযোগিতায় ছিলেন সজিব মিয়া (বাংলা বিভাগ, কবি নজরুল সরকারি কলেজ) ও জিকু হাসান (শিক্ষক, আবু জাফর আলী ডিগ্রি কলেজ)।

বক্তারা বলেন, “ধর্ষণ শুধু একজন নারীর ওপর সহিংসতা নয়, এটি পুরো সমাজের জন্য লজ্জার। আমাদের নীরবতা ধর্ষকদের উৎসাহিত করছে। তাই আমরা আর চুপ করে থাকব না।” মানববন্ধনে উপস্থিত শিক্ষার্থীরা বলেন, “প্রতিদিন ধর্ষণের খবর শুনতে শুনতে আমাদের বিবেক আজ বিদ্রোহী হয়ে উঠেছে। আমরা চাই, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক, যেন ভবিষ্যতে কেউ এ ধরনের অপরাধ করার সাহস না পায়।”

এ সময় কলাতিয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ লিয়াকত আলী শিক্ষার্থীদের পক্ষ থেকে কথা বলেন এবং ধর্ষণের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান। শিক্ষার্থীরা দৃপ্ত কণ্ঠে জানান, “আমরা এ লড়াই চালিয়ে যাব। অন্যায়ের বিরুদ্ধে আমরা একসঙ্গে রুখে দাঁড়াব, যাতে আর কোনো নারী নির্যাতনের শিকার না হয়।”

সমাজ পরিবর্তনের এই আন্দোলন শুধুমাত্র একটি কর্মসূচিতে সীমাবদ্ধ নয়, বরং এটি একটি প্রতিজ্ঞা, একটি শপথ—যা কেরানীগঞ্জের তরুণ প্রজন্মের কণ্ঠে প্রতিধ্বনিত হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি