সাজাদুর রহমান সাজু: চলছে জ্বল্পনা- কল্পনা,বেশ জোড়ে সোড়ে চলছে প্রচারনা আসন্ন ২১ মে আর মাত্র ২দিন পরেই হতে যাচ্ছে,গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন।এ নির্বাচনে সব চেয়ে বেশী আলোচনায় আছেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান পদের ২প্রার্থীর কর্মী সমার্থকদের নিয়ে। আর প্রার্থীরা ভোটরদের মন জয় করার জন্য ছুঁটছেন,হাট-বাজার তারা মহল্লায় এমনকি ভোটারদের দ্বারে দ্বারে। প্রচারনা করছেন, দিন -রাত সমান তালে মিছিল মিটিংসহ গনসংযোগ।
এ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দীতা করছেন,বর্তমান গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সংগ্রামেী সভাপতি ও সদ্য পদত্যাগকারী গোবিন্দগঞ্জ উপজেলাপরিষদে সফল চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান ( প্রতিক মোটরসাইকেল) ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও সদ্যপদত্যাগকারী সাপমারা ইউনিয়ন পরিষদে দুই বারের চেয়ারম্যান শাকিল আলম বুলবুল(প্রতিক আসারস)। নির্বাচন কমিশন উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহনের লক্ষে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ,ভোট গ্রহন কর্মকর্তা প্রশিক্ষনসহ নানা উদ্যোগ গ্রহন করেছে।এ উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা পুরুষ ভাইস চেয়ারম্যান ৫জন ও মহিলা ভাইস চেয়ারম্যান ৭জন প্রার্থী প্রতিদ্বন্দীতা করছেন।