পঙ্কজ বিশ্বাস কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের কোটালীপাড়ায় ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জাতীয়তাবাদী বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ র্যালি ও আলোচনা সভা করেছেন।
আজ বৃহস্পতিবার ৭ই নভেম্বর সকাল দশটায় উপজেলা চত্বর থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন , সাধারণ সম্পাদক আবুল বাশার হাওলাদার, সাংগঠনিক সম্পাদক ফায়েক শেখ, পৌর বিএনপির সভাপতি ইউসুফ আলী দাড়িয়া, সাধারণ সম্পাদক অলিউর রহমান হাওলাদার , সাবেক যুবদলের সাধারণ সম্পাদক মেহেদী হাসান(বাবলু),যুব দলের সদস্য সচিব মান্নান শেখ সাবেক কলেজ শাখার সাধারণ সম্পাদক অনামিকা সহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন ।
আলোচনা সভায় নেতারা বলেন, আজ ৭ই নভেম্বর জাতীয় সংহতি দিবস । ১৯৭৬ সালে দেশের একটি ক্রান্তি কালীন সময় প্রেসিডেন্ট জিয়াউর রহমান এদেশের হাল ধরেছিলেন।বাংলাদেশে দীর্ঘ বছর সুনামের সহিত জাতীয়বাদী বিএনপি বৃহৎ সংগঠনটি দেশ ও দশের সেবা করে আসছেন। আওয়ামী লীগ সরকার প্রায় ১৬ বছর বাংলার মানুষকে জিম্মি করে রেখেছিলেন। হাসিনার আমলে আমাদের বিএনপির নেতাকর্মীরা সারাদেশে প্রায় ২ লক্ষ মামলার আসামী হয়েছেন। তাছাড়া অনেক নেতা খুন, গুম শিকার হয়েছেন। ছাত্র-জনতার আন্দোলনে হাসিনা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন। দেশের আবার এই ক্লান্তি লগ্নে জাতীয়তাবাদী দল সক্রিয়ভাবে দেশ ও জাতীর কাজে নিয়োজিত থাকিবে। এখন দল সঠিকভাবে এগিয়ে নিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বপ্নকে পূরণ করার জন্য নেতাকর্মীরা মাঠে থাকবেন।
এছাড়াও নেতারা বিভিন্ন গঠনমূলক বক্তব্য দিয়ে আলোচনা সভা শেষ করেন।