পঙ্কজ বিশ্বাস কোটালীপাড়া(গোপালগঞ্জ) প্রতিনিধি : গোপালগঞ্জের কোটালীপাড়ায় স্টার এক্সপ্রেস এর পরিচালক এবং এলাকার যুব সমাজের উদ্যোগে কোটালীপাড়ার উত্তরপাড়া হাফিজিয়া মাদ্রাসা মাঠে প্রতিবছরের মত এ বছরও হাজার লোকের ইফতারির আয়োজন করেছেন স্টার এক্সপ্রেসের পরিচালক মোহন মিয়া সহ- যুব সমাজ।
আজ ২১শে মার্চ ২০২৫ ইং রোজ শুক্রবার ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তি, প্রশাসন,কোটালীপাড়া মানবাধিকার কমিশনের সভাপতি, সাংবাদিক, শিক্ষক, জণপ্রতিনিধি সহ -বিভিন্ন পেশার রোজাদার ব্যক্তিরা ইফতারিতে উপস্থিত ছিলেন।
কোটালীপাড়া স্টার এক্সপ্রেস এর পরিচালক মোহন মিয়া বলেন আমার পূর্বপুরুষ এবং এলাকার যে সকল মুরব্বিরা ইন্তেকাল করেছেন তাদের রুহুর মাগফিরাতের জন্য প্রতিবছর এই ইফতারির আয়োজন করা হয়। ইফতারির আয়োজনে এলাকার সকল শ্রেণীর লোকেরা আমাকে সহযোগিতা করেন বলেই আমি এত লোকের ইফতারের আয়োজন করতে কোন প্রকার অসুবিধা হয় না। ইফতারি মাহফিলে যারা উপস্থিত হয়েছেন তাদের সকলের প্রতি দোয়া চাচ্ছি। আমি এবং আমরা যেন প্রতিবছর এভাবে মুরব্বিদের রুহুর মাগফেরাতের জন্য হাজার লোককে ইফতারি করাতে পারি।
বাংলাদেশ মানবাধিকার কমিশন এর কোটালীপাড়া শাখার সভাপতি কাজী অমিত মাহমুদ বলেন,শত ব্যস্ততার মধ্যে ছুটে এসেছি ঢাকা থেকে এই ইফতার মাহফিলের উদ্দেশ্যে। শত শত রোজাদার ব্যক্তিদের সাথে ইফতারি করার আনন্দ বিভিন্ন রকমের। আমি আল্লাহর কাছে দোয়া করি, মোহন মিয়া সহ এলাকার লোকেরা এই ধারাবাহিকতায় ধরে রাখুক। এবং এভাবেই প্রতিটি এলাকায় যুব সমাজের উদ্যোগে গড়ে উঠুক ইফতারের আয়োজন।
সবশেষে মসজিদের ইমাম সাহেবের মোনাজাত শেষে ইফতারি শুরু করেন রোজাদার ব্যক্তিরা।