1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৯:৩০ পূর্বাহ্ন

কোটালীপাড়া জোর পূর্বক ঘের তৈরি

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৩ মে, ২০২৪

কোটালীপাড়া প্রতিনিধি : গোপালগঞ্জের কোটালীপাড়া থানার রামশীল ইউনিয়নে জহরের কান্দি গ্রামে এই ঘটনা ঘটেছে। ৭০ বিঘা জমি কেটে ঘের তৈরি করে জমির মালিক জানে না। এই ঘেরের মধ্যে একটি সরকারি হালট ও একটি সরকারি খাল আছে। এই সরকারি খাল দিয়ে সাধারণ মানুষ যাতায়াত করে, ধানের সময় নৌকা ভরে ধান নিয়ে আসে। রামশীল – জহরের কান্দি মৌজার সিট নং ৩, মৌজা নং ২২। সরকারি খালের দাগ নং ২১৯৪ এবং গোআলট দাগ নং ২২০৮ এর মধ্য দিয়ে খাল বন্ধ করে ঘের তৈরি করে। জমির মালিক বাধা দিতে গেলে তাদেরকে হুমকি ও মাইরের আশ্বাস দেয়। ৭০ বিঘা জমি মধ্যে ৪০ জন সদস্য আছে তার জানেনা তাদের জমি কেটে ভবিষ্যৎ অন্ধকার করছে এর মধ্যে যারা জমিতে বাধা দেয় তারা হলো নাম: হরশিত ডালী (৫৫) পি: হরগবিন্দ ডালী।
গ্রাম : জহরের কান্দি। পোস্ট : রামশীল, কোটালীপাড়া, গোপালগঞ্জ। ২. সুবল ডালী (৬৫), পি: তরণী ডালী।গ্রাম, পোস্ট, থানা জেলা একেই।
তাদের বক্তব্য তাদের জমি জোরপূর্বক কাটে এবং তাদের ভবিষ্যৎ জীবনযাত্রায় হুমকি স্বরূপ হয়ে পড়ছে। জমি কেটে পার তৈরি করছে এবং তাদের সামান্য জমি যদি কেটে ফেলানো হয় তাহলে তারা কি খাবে, তাদের পরিবার নিয়ে। আরো ভুক্তভোগী আছে তারা হলো জতিশ মন্ডল (৫০) পি: বিজন্দ মন্ডল। জোর পূর্ব ঘের কাটে যারা তারা সমাজের প্রভাবশালী, অর্থশালী, জনবল শক্তি, গায়ের জোর দেখিয়ে ঘের তৈরি করতেছে তারা হলো ১. গোপাল ডালী (৭০)। ২. সঞ্জয় ডালী (৪০)৩. বিবেক ডালী (৭০) ৪. অরুন ডালী (৬০) ৫. মুকন্দ ডালী (৭০) ৬.কৃষ্ণ ডালী।এর প্রভাবের কারণে ভয়ে সাধারণ জনগণ আতঙ্কিত। সাধারণ জনগণের বক্তব্য অনুসারে এই ঘেরের কারণে হাজার হাজার বিঘা পানি ও চলাচল অসম্ভব হয়ে পড়ছে তারা বলে এই ঘের হলে শত শত পরিবার আয় ইনকাম বন্ধ হয়ে যাবে। সাধারণ জনগণ জননেত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে এর ফসলি জমি কাটার বন্ধ করা হোক।।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি