কোটালীপাড়া প্রতিনিধি : গোপালগঞ্জের কোটালীপাড়া থানার বিভিন্ন গ্রামে মুষলধারে বৃষ্টি ও বজ্রপাত হয়।
৬/৫/২০২৪ ইং রোজ সোমবার বিকেল ৪ টা থেকে বৃষ্টি ও বজ্রপাত হয়। এই বৃষ্টি কারনে কৃষকের কিছুটা ক্ষতি হয়। এর থেকে বেশি ক্ষতি হয় বজ্রপাতে কারণ ২ টি মানুষ ও ২ টি গরু মারা যায়।
কোটালীপাড়া উপজেলাধীন শিমুলবাড়ী গ্রামের নগেন্দ্রনাথ বল্লভ এর কনিষ্ঠ পুত্র সঞ্জিত বল্লভ বজ্রপাতে নিহত হয়। তিনি মাদারীপুর এক মিষ্টি কারখানায় কাজ করতেন এবং সেই সময় বজ্রপাতে নিহত হয়।
আরো জানা যায় আমতলী ইউনিয়নের আলগীর নামে এক ব্যাক্তি বজ্রপাতে নিহত হয় । কলাবাড়ী ইউনিয়নের অখিল হালদারের ২ টি গরু বজ্রপাতে মৃত্যু হয়।
সোমবার বিকেল বৃষ্টি ও বজ্রপাতের কারনে যে পরিবার গুলো ক্ষতিগ্রস্ত হওয়ায় তাদের প্রতি গভীর সমাবেদনা জানাই। কোটালীপাড়া সকল জনগণের প্রতি সচেতন হোন এবং কৃষক ভাইদের প্রতি অনুরোধ রইলো ধান কেটে শীঘ্রই ঘড়ে তুলুন।
বৃষ্টি ও ঘূর্ণিঝড় সময় কেহ বাহির দিয়ে ঘোরা ঘুরি করবে না। বৃষ্টি ও বজ্রপাতের সময় নিরাপদ আশ্রয়ে চলে যায় এবং দুর্ঘটনা থেকে এড়িয়ে থাকুন।