নোয়াখালী কবিরহাট উপজেলার নুর সোনাপুর গ্রামের সাধারণ রাজমিস্ত্রী নুর নবির মেয়ে ইয়াসমীন (২০) অসুস্থ হয়ে পড়লে তাকে পরীক্ষা নিরীক্ষার পর তার শরীরে মরণ ব্যাধি ক্যান্সার ধরা পরে। পরে দীর্ঘদিন চিকিৎসা দিতে গিয়ে প্রায় ৬,০০,০০০/-(ছয় লক্ষ) টাকা ব্যায় হয়। একপর্যায় অর্থসংকটে পড়ায় তাকে বাড়ীতে নেয়া হয়। আবার মেয়েটি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে গত ১১/৪/২০২১ তারিখে মহাখালী ক্যান্সার হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তার চিকিৎসার ব্যায় বহন করতে পারছেনা তার পরিবার।
মুঠোফোনে ইয়াসমিনের কাছে তার স্বামীর কথা জানতে চাইলে ইয়াসমিন বলেঃ
তার অসুস্থতার কথা শুনে তার স্বামী বলে তোমার সাথে আমি কোন সম্পর্ক রাখবো না। একথা বলে সে বিদেশ চলে যায়। বিদেশ চলে যাওয়ার পর ইয়াসমিনের আর কোনো খোঁজখবর নেয়নি পাষণ্ড স্বামী। ইয়াসমিন তার স্বামীর সাথে একাধিকবার যোগাযোগ করতে চাইলেও যোগাযোগের ব্যর্থ হয়। তার ক্যান্সারের স্থান বায়ু পথে এবং চিকিৎসা বাবদ খরচ ৪ লক্ষ থেকে ৫ লক্ষ টাকা খরচ হবে।
এ অবস্থায় সরকার এবং সমাজের বিত্তবান ও দানশীল ব্যক্তিদের কাছে চিকিৎসা সহায়তার আবেদন করেছে তার অসহায় পরিবার।
তার চিকিৎসা খরচ বহন করার মত কোন সামর্থ্যই নেই পরিবারটির। একমাত্র মানবিক সহায়তাই পারে তার চিকিৎসা ব্যয় চালিয়ে যেতে। চরম অসহায় এই পরিবারটির পাশে দাড়ানোর জন্যে সকলের প্রতি আকুল আবেদন।
সাহায্য পাঠাবার জন্য যোগাযোগ ও ব্যাংক নম্বর ও বিকাশ নম্বর