ক্রিকেটার আল আমিন হোসেনের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগে স্ত্রী ইসরাত জাহানের দায়ের করা মামলায় অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতাউল্লাহর আদালতে এ মামলায় অভিযোগপত্র জমা দেন তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার পরিদর্শক সোহেল রানা।
সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের মিরপুর থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপপরিদর্শক জালাল উদ্দীন।
তিনি জানান, এ দিন অভিযোগপত্র দেখেছেন মর্মে স্বাক্ষর করেন বিচারক। পরে মামলাটি বিচারের জন্য ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৮-এ বদলি করেন।
২০২২ সালের ১ সেপ্টেম্বর যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতন করার অভিযোগে মামলা দায়ের করা হয় জাতীয় দলের এই পেসারের বিরুদ্ধে। ওই বছরের ৬ সেপ্টেম্বর এ মামলা থেকে আগাম জামিন পান আল আমিন। গত বছরের ১ নভেম্বর এ মামলায় স্থায়ী জামিনও পেয়েছেন তিনি।
ওই বছরের ৭ সেপ্টেম্বর আল আমিনের বিরুদ্ধে আরও একটি মামলা দায়ের করেন স্ত্রী ইসরাত জাহান। পারিবারিক সহিংসতা (প্রতিরোধ ও সুরক্ষা) আইনের ওই মামলা প্রতি মাসে ১ লাখ টাকা ভরণপোষণ দাবি করেন তিনি।