1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০২:২৩ অপরাহ্ন

ক্লাব বিশ্বকাপের ফাইনালে রাতে রিয়ালের মুখোমুখি আল-হিলাল

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৩

কাতার বিশ্বকাপে লিওনেল মেসির বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে হারিয়ে তাক লাগিয়ে দিয়েছিল সৌদি আরব। এবার ক্লাব বিশ্বকাপেও ইতিহাস সৃষ্টি করার দাঁড়প্রান্তে দেশটির অন্যতম সেরা ক্লাব আল-হিলাল। যেখানে শিরোপা নির্ধারণী ফাইনাল ম্যাচে তাদের প্রতিপক্ষ ইউরোপিয়ান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ।
আজ শনিবার (১১ ফেব্রুয়ারি) রাত ১টায় মরক্কোর প্রিন্স মৌলে আবদেল্লাহ স্টেডিয়ামে শিরোপার লড়াইয়ে স্প্যানিশ ক্লাব রিয়ালের মুখোমুখি এশিয়ান চ্যাম্পিয়ন আল-হিলাল।
এর আগে প্রথম সেমিফাইনালে ব্রাজিলের ঐতিহ্যবাহী ক্লাব ফ্লামেঙ্গোকে ৩-২ গোলে হারিয়ে ফাইনালের টিকিট পায় সৌদি আরবের ক্লাব আল হিলাল। ফলে শিরোপা ছুঁয়ে দেখার আকাশ সমান স্বপ্ন সালেম আল দাওশিরি-সালেহ আল শেহরিদের সামনে।
অন্যদিকে ক্লাব বিশ্বকাপে নিজেদের পঞ্চম শিরোপার খুব কাছে রয়েছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। দ্বিতীয় সেমিফাইনালে মিশরের ক্লাব আল আহলিকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে কার্লো আনচেলত্তির শিষ্যরা।
তবে বিশ্বকাপের পর থেকেই অনেকটা নিষ্প্রভ করিম বেনজেমা-ভিনিসিয়াস জুনিয়ররা। ব্যর্থতা হাতড়ে নিজেদের সেরাটা খুঁজে পেতে মরিয়া গ্যালাক্টিকোরা। তাই ক্লাব বিশ্বকাপের ফাইনালকে বেশ গুরুত্ব সহকারে দেখছেন লস ব্লাঙ্কোসরা।
ফিফা ক্লাব বিশ্বকাপের রেকর্ড চারবারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। আল হিলালের বিপক্ষে নামার আগে শেষবারের মতো নিজেদের প্রস্তুত করছে পুরো দল। ইনজুরির কারণে ফরোয়ার্ড করিম বেনজেমা ও ডিফেন্ডার মিলিতাওকে দল মিস করলেও ফাইনালে তাদের উপস্থিতির কথা জানিয়েছেন রিয়াল কোচ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি