হেনরিক ক্লাসেন একাই খেললেন। বাকিরা কেউ তেমন একটা সুবিধা করতে পারলেন না। তবে ক্লাসেনের বিধ্বংসী সেঞ্চুরিতে ভর করে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ৫ উইকেটে ১৮৬ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ গড়েছে সানরাইজার্স হায়দরাবাদ।
হায়দরাবাদ আগেই বাদ হয়ে গেছে। বেঙ্গালুরুর জন্য এই ম্যাচটি সেরা চারে উঠার। সেটা করতে হলে ১৮৭ তাড়া করে জিততে হবে ফ্যাফ ডু প্লেসির দলকে।
টস জিতে স্বাগতিক হায়দরাবাদকে ব্যাটিং করার আমন্ত্রণ জানায় বেঙ্গালুরু। ২৮ রানে ২ উইকেট হারানো দলকে প্রায় একাই টেনে তোলেন ক্লাসেন।
শেষ পর্যন্ত ইনিংসের ৭ বাকি থাকতে আউট হন এই সেঞ্চুরিয়ান। ৫১ বলে তার ১০৪ রানের দানবীয় ইনিংসে ছিল ৮টি চার আর ৬টি ছক্কার মার। শেষদিকে ১৯ বলে অপরাজিত ২৭ করেন হ্যারি ব্রুক।
বেঙ্গালুরুর মাইকেল ব্রেসওয়েল ১৩ রানে নেন দুটি উইকেট।