1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৪:০৩ পূর্বাহ্ন

ক্ষমতা হারানোর আতঙ্কে ভুগছে আ.লীগ : রিজভী

স্টাফ রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৪ জানুয়ারী, ২০২৪

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ডামি নির্বাচনের মাধ্যমে ডামি সরকার গঠন করে আওয়ামী লীগ এখন ক্ষমতা হারানোর আতঙ্কে ভুগছে।তিনি বলেন, ‘দেশ-বিদেশের গণতন্ত্রকামীরা ‘১৪, ‘১৮ ও গত ৭ জানুয়ারির নির্বাচন নিয়ে ধিক্কার জানাচ্ছে।’

রোববার (১৪ জানুয়ারি) নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

রিজভী বলেন, আগে ভোট কেন্দ্রে গরু-ছাগলসহ চতুষ্পদ প্রাণীরা বিচরণ করলেও এবারের নির্বাচনে নতুন সংযোজন বানর। আওয়ামী লীগের পরাজিত প্রার্থীরাও এই নির্বাচনকে তামাশার নির্বাচন বলে অভিহিত করেছে।

তিনি বলেন, এই প্রশ্নবিদ্ধ নির্বাচন দেশে-বিদেশে কোথাও গ্রহণযোগ্যতা পায়নি। নির্বাচনের পর আওয়ামী লীগ কৃত্রিম আনন্দ-ফুর্তিতে মেতে থাকার চেষ্টা করলেও তাদের মনে শান্তি নেই। প্রতিনিয়ত তাদের মনে ক্ষমতা হারানোর ভয়।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, বিএনপি নয়, আওয়ামী লীগই বিদেশিদের ওপর ভর করে ক্ষমতায় টিকে আছে। জনগণ থেকে প্রত্যাখ্যাত হয়ে তারা এখন ষড়যন্ত্র তথ্য খুঁজছেন।

রিজভী আরও বলেন, একদলীয় একতরফা ভুয়া নির্বাচনে ভোটাররা যায়নি। ৭ জানুয়ারিতে জনগণ আপনাদের চূড়ান্তভাবে লালকার্ড দেখিয়েছে। জাল ভোট ও অনিয়মের হাজারো চিত্র ভাইরাল হয়েছে। শিশুরাও দেদার সিল মেরেছে।

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি