সাইফুল ইসলাম, রামগড় প্রতিনিধি: খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক প্রতিমন্থী কুজেন্দ্র লাল ত্রিপুরা,কে প্রধান আসামি করে জেলা পরিষদ চেয়ারম্যান মংশ্রেু চৌধুরী অপু উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার ত্রিপুরা, মেয়র রফিকুল আলম কামাল, ইউপি চেয়ারম্যান শাহ আলম মজুমদার, ভাইস চেয়ারম্যান মোবারক হোসেন, সাবেক ভাইস চেয়ারম্যান আনোয়ার ফারুক, সাবেক মেয়র মোঃ শাহাজান,৬নং ওয়ার্ড কাউন্সিলর শামীম, কলেজ ছাত্রলীগ সাধারণ সম্পাদক আরাফাত হোসেন ছাত্র লীগ নেতা নাইম হাসান নয়ন, কাউসার হাবীব, পলাশ,রানা, রকি,চিকনা ফারুক ,দেলোয়ার হোসেন,পিচ্ছি মামুন,, ইউপি সদস্য শাহাজান সহ আওয়ামী লীগের ৮০ নেতাকর্মীর বিরুদ্ধ রামগড় থানায় মামলা হয়েছে, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি কামাল উদ্দিনকে হত্যাচেষ্টার অভিযোগে তাঁর স্ত্রী সেলিনা কামাল বাদী হয়ে (১৬ আগস্ট) শুক্রবার রাতে এ মামলা দাখিল করেছেন।
এবিষয়ে রামগড় থানার অফিসার ইনচার্জ (ওসি) দেবপ্রিয় দাস বলেন মিসেস সেলিনা কামাল বাদী হয়ে ৮০ জনের বিরুদ্ধে হত্যাচেস্টারঅভিযোগে মামলা করেছেন। আসামি গ্রেপ্তার প্রক্রিয়াধীন।
উল্লেখ্য যে, এজহার সূত্রে জানা গেছে , ২০১৮ সালের ১৪ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খাগড়াছড়ি আসনে বিএনপির প্রার্থীর ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ শেষে পৌরসভার সোনাইপুল বাজারে সীমা হোটেলে চা-নাস্তার উদ্দেশ্যে বিএনপির নেতাকর্মীরা আসামাত্র উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি কামাল উদ্দিনকে হত্যার উদ্দেশ্যে পূর্বপরিকল্পিতভাবে হামলা করে মারাত্মকভাবে আহত করে আওয়ামী লীগের নেতাকর্মীরা। এতে কামাল উদ্দিন গুরুতর জখম হলে প্রথমে রামগড় হাসপাতালে পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে দীর্ঘ একমাস চিকিৎসা শেষে কিছুটা সুস্থ হলেও পুরোপুরি সুস্থ ও স্বাভাবিক জীবনে আর ফিরতে পারেননি। আসামিদের হুমকি ও গুমের ভয়ে দীর্ঘকাল অন্যত্র বসবাস করতে হয়েছে। প্রাণভয়ে এতোদিন ন্যায় বিচারের স্বার্থে অভিযোগ করতে বিলম্বিত হয়েছে বলে দাবি করেছেন তিনি।