রাজধানীর খিলগাঁওয়ে এক স্কুলশিক্ষার্থীর ‘ঝুলন্ত’ লাশ উদ্ধার করেছে পুলিশ। স্কুলশিক্ষার্থীর পরিবার বলছে, পড়াশোনা নিয়ে শাসন করায় সে ‘আত্মহত্যা’ করেছে।
গতকাল রোববার দিবাগত রাতের কোনো এক সময় এ ঘটনা ঘটে। স্কুলশিক্ষার্থীর নাম জাহিদুল ইসলাম ওরফে শাকিব (১৬)। সে বনশ্রীর ন্যাশনাল আইডিয়াল স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল।
জাহিদুলের বাবার নাম আবদুর রহিম। তিনি পেশায় ঠিকাদার। গ্রামের বাড়ি পটুয়াখালী সদর উপজেলায়। খিলগাঁওয়ের সিপাহিবাগের ভূঁইয়াপাড়া এলাকায় পরিবারের সঙ্গে থাকত জাহিদুল।
খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) মো. মুরাদ হোসেন বলেন, আজ সোমবার সকালে খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। তারা জাহিদুলকে ঘরের ফ্যানের সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় দেখে। ঝুলন্ত লাশটি উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠায় পুলিশ।
এসআই মুরাদ হোসেন বলেন, জাহিদুলের বাবা থানায় একটি অপমৃত্যু অভিযোগ দিয়েছেন। এতে তিনি উল্লেখ করেছেন, ছেলেকে (জাহিদুল) পড়াশোনার জন্য শাসন করায় সে অভিমান করে আত্মহত্যা করেছে।
পরিবারটির সদস্যদের বরাত দিয়ে প্রতিবেশী মো. সবুজ মিয়া বলেন, গত রাতে জাহিদুল ড্রয়িংরুমে ঢুকে ভেতর থেকে দরজা বন্ধ করে দেয়। আজ সকালে তাকে ডাকাডাকি করে কোনো সাড়া পাওয়া যাচ্ছিল না। পরিবারটির সদস্যরা ৯৯৯ নম্বরে ফোন দেন। পরে নিজেরা দরজা ভেঙে জাহিদুলকে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় দেখতে পান।
সবুজ মিয়া জানান, তিন ভাইয়ের মধ্যে সবার বড় ছিল জাহিদুল।