নিজস্ব প্রতিবেদক, খুলনা : করোনাভাইরাস প্রতিরোধে খুলনায় প্রথম চালানে রবিবার ১৬ হাজার ৮শ’ ভায়ালে মোট ১ লাখ ৬৮ হাজার ডোজ টিকা পৌঁছেছে। আগামী ৭ ফেব্রুয়ারি থেকে টিকা প্রদান কার্যক্রম শুরু হবে। এর মধ্যে খুলনা নগরীতে ৮টি স্থানে ও উপজেলা পর্যায়ে ১৮টি টিকাকেন্দ্রের প্রস্তুতি নেওয়া হয়েছে। খুলনা জেলা সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ এ তথ্য জানিয়েছেন।
জানা যায়, প্রাথমিকভাবে টিকা সংরক্ষণ করা হচ্ছে নগরীর স্কুল হেলথ ক্লিনিকে। টিকা সংরক্ষণে ৩৩টি আইএলআর (হিমায়িত বাক্সের মধ্যে সংরক্ষণ) প্রস্তুত রাখা হয়েছে। এর মধ্যে মহানগরে ১৫টি ও প্রতিটি উপজেলায় দুইটি করে মোট ৩৩টি আইএলআরের প্রতিটিতে সাত হাজার করে টিকা রাখা যাবে।
জানা যায়, খুলনায় নগরীতে সদর হাসপাতাল, মেডিকেল কলেজ হাসপাতাল, বক্ষব্যাধি হাসপাতাল, পুলিশ হাসপাতাল, রেলওয়ে হাসপাতাল, বিজিবি হাসপাতাল, তালতলা হাসপাতাল ও খালিশপুর লাল হাসপাতালে করোনার টিকা দেওয়া হবে। এ ছাড়া উপজেলা পর্যায়ে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে দুটি করে টিকাকেন্দ্র করা হয়েছে। টিকা প্রদান কাজে স্বাস্থ্যকর্মীদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।