খুলনায় গুদামজাত পাটের বিপরীতে ব্যাংক ঋণের ১২৬ কোটি টাকা আত্মসাতের মামলার খুলনায় সোনালী ব্যাংক করপোরেট শাখার কর্মকর্তা কাজী হাবিবুর রহমানের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার (২৪ মে) মহানগর বিশেষ আদালতে জামিন আবেদন করলে বিচারক মাহমুদা খাতুন তা নামঞ্জুর করেন।
এর আগে গত ২৬ এপ্রিল আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী অ্যাডভোকেট খন্দকার মজিবর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, সোনালী ব্যাংক থেকে ২০১০ সালে সিসি প্লেজ ও সিসি হাইপো খাতে দফায় দফায় ৮৫ কোটি ৮০ লাখ ৬৯ হাজার টাকা ঋণ নেন মেসার্স সোনালী জুট মিল। কিন্তু এর বিপরীতে পাট ক্রয় না করে ওই টাকা আসামিরা পরস্পর যোগসাজোশে আত্মসাৎ করেন। যা বর্তমানে সুদাসলে ১২৬ কোটি ৮২ লাখ ৯৩ হাজার টাকা হয়েছে। এ ঘটনায় দুদক খুলনা সমন্বিত জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক মো. মোশাররফ হোসেন বাদী হয়ে ২০১৭ সালে খানজাহান আলী থানায় মামলা করেন।
অ্যাডভোকেট খন্দকার মজিবর রহমান জানান, উচ্চ আদালতে জামিন শেষে গত ২৬ এপ্রিল আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এরপর ২৪ মে ফের জামিনের আবেদন করলে বিচারক আবারও জামিন না-মঞ্জুর করে কারাগারে রাখার নির্দেশ দেন।