1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৬:২৮ পূর্বাহ্ন

গংগাচড়ায় বিশ্ব সেরা হাফেজ হুযাইফাকে সংবর্ধনা

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৬ এপ্রিল, ২০২৪

মোঃ আফ্ফান হোসাইন আজমীর, রংপুর প্রতিনিধিঃ

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় আবারও বাংলাদেশের নাম উজ্জ্বল করল ১০ বছর বয়সী ক্ষুদে এক বালক। সে তানজানিয়ার দারুস সালামে ‘তানজানিয়া ইন্টারন্যাশনাল হলি কোরআন অ্যাওয়ার্ড ২০২৪’-এ ৩০ পারা গ্রুপে প্রথম স্থান অর্জন করেছে।

গতকাল রোববার (৩১ মার্চ) এ প্রতিযোগিতার বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। এতে প্রথম গ্রুপে (১২ বছরের নিচে বাচ্চাদের পূর্ণ ৩০ পারা) প্রথম স্থান লাভের গৌরব অর্জন করেন।

হাফেজ হুজাইফার বাসা রংপুর জেলার গংগাচড়া উপজেলার গান্নাড়পাড় গ্রামের মোঃ মনিরুজ্জামানের ছেলে। সে ক্বারী নাজমুল হাসান পরিচালিত রাজধানীর যাত্রাবাড়ীতে অবস্থিত তাহফিজুল কুরআন ওয়াস সুন্নাহ মাদরাসার ছাত্র এবং হাফেজ হয়েছিল মাদরাসাতুদ দাওয়াহ্ ওয়াল ইরশাদে।

ক্ষুদে হাফেজ হুজাইফার এমন কীর্তিতে গর্বিত তার আগের মাদরাসার মোহতামিম মুফতি আমানুল্লাহ আহমেদ ও সকল বিভাগের শিক্ষকেরা এবং সংবর্ধনা জানান মাদরাসাতুদ দাওয়াহ ওয়াল ইরশাদের শিক্ষার্থীরা ও সম্মানিত মুসল্লীরা। মোহতাতিম আমানুল্লাহ আহমেদ বলেন, আসলে প্রতিযোগিতায় ওর তেলাওয়াত শুনে আমি মুগ্ধ হয়েছি। তেলাওয়াত এতো শ্রুতিমধুর ছিল যে যেখানে প্রতিযোগিতা হচ্ছিল ওই হলরুমে সবাই তাকবির ধ্বনি দিয়ে মুখরিত হয়েছিলো। আমি দোয়া করি হুজাইফা বিশ্ববরেণ্য আলেম হয়ে ইসলাম এবং দেশের মানুষের খেদমত করুক এবং দেশের নাম উজ্জ্বল করতে থাকুক। আমি হুজাইফা ও আমাদের মাদরাসার জন্য সকলের কাছে দোয়া চাই।

উল্লেখ্য, তানজানিয়া অনুষ্ঠিত এবারের প্রতিযোগিতায় মোট দুইটি গ্রুপ ছিল। প্রথম গ্রুপে প্রথম স্থান অর্জনকারী বাংলাদেশের পর দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করেছে যথাক্রমে ইন্দোনেশিয়া ও ইয়েমেন। আর দ্বিতীয় গ্রুপটি আয়োজন করা হয়েছিল প্রাপ্তবয়স্ক হাফেজদের নিয়ে। এ বছর ৩০-এর অধিক দেশ এতে অংশগ্রহণ করে।

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি