আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের শনিবার সকালে (২৭ নভেম্বর) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শহীদ ডা. মিলনের কবরে শ্রদ্ধা জানানো শেষে এ কথা বলেন । তিনি বলেন, গণতন্ত্র শৃঙ্খলমুক্ত হলেও পুরোপুরি প্রাতিষ্ঠানিক রূপ পেতে আরও সময় লাগবে।
তিনি বলেন, স্বৈরাচারবিরোধী আন্দোলনে ডা. মিলনের বলিদান স্বৈরাচারবিরোধী গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনকে আরও বেগবান করেছিল। আমাদের নেত্রী শেখ হাসিনা এ আন্দোলনে আপোষহীন ভূমিকা পালন করেন এবং এই আন্দোলনের ফলে স্বৈরাচারের পতন ঘটে।
তিনি আরো বলেন, গণতন্ত্রের শৃংখল মুক্তি ঘটলেও এ কথা সত্য যে আমরা আজও গণতন্ত্রকে পুরোপুরি প্রাতিষ্ঠানিক রূপ দিতে পারিনি। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে আরও সময়ের প্রয়োজন গণতান্ত্রিক শক্তিগুলোর ঐক্যের প্রয়োজন।