তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে আজ, ১৮ ডিসেম্বর ২০২৪, গণমাধ্যমকর্মী আইনের খসড়া নিয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সংবাদপত্র শিল্পের বিভিন্ন স্টেকহোল্ডাররা অংশগ্রহণ করেন। মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কাওসার আহমেদ এর সভাপতিত্বে বৈঠকটি অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক এম. আবদুল্লাহ, বাংলাদেশ সংবাদপত্র পরিষদের সাধারণ সম্পাদক এবং দৈনিক জাতীয় অর্থনীতির সম্পাদক এমজি কিবরিয়া চৌধুরী, যিনি জেএটিভি মাল্টিমিডিয়ার চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করছেন। আরও উপস্থিত ছিলেন বাসস-এর ব্যবস্থাপনা পরিচালক, পিআইবি-এর মহাপরিচালক এবং সংবাদপত্র শ্রমিক ফেডারেশনের প্রতিনিধিরা, যাদের মধ্যে মতিউর রহমান তালুকদার ও আলমগীর হোসেন বিশেষভাবে উল্লেখযোগ্য। সাংবাদিক মোতাহার হোসেনসহ আরও অনেক বিশিষ্ট ব্যক্তিত্ব বৈঠকে অংশ নেন।