পাবনার ভাঙ্গুড়ায় গরু চুরি করে পালানোর সময় গণপিটুনিতে তিনজন নিহত হয়েছে
শনিবার (৬ জানুয়ারি) ভোরে উপজেলার বেতুয়ান গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার রাতে ভাঙ্গুরার উপজেলার অষ্টমণিষা গ্রামের গোলাপ মিয়ার বাড়ি থেকে দুটি গরু চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। বাড়ির লোকজন রাতেই টের পেয়ে আশেপাশের লোকজন ও আত্মীয় স্বজনদের মোবাইল ফোন দিয়ে ঘটনাটি জানান। এরপর ভোরে পাশের বেতুয়ান গ্রামে গরু নিয়ে যেতে দেখলে গ্রামবাসী তাদের ধাওয়া দেয় এবং তিনজনকে ধরে ফেলে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই মারা যায় তারা।
ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, ঘটনাস্থল থেকে দুইটি ধারাল অস্ত্র উদ্ধার করা হয়েছে। তিন মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে নিহত ব্যক্তিদের নাম পরিচয় পাওয়া যায়নি। মরদেহগুলো ময়নাতদন্তের পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।