সাজাদুর রহমান সাজু: গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাপমারা ইউপির উপ-নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসাবে মোটরসাইকেল প্রতীক নিয়ে গণসংযোগ বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান সেলিম মিয়ার।
আগামী ২৭ জুলাই নির্বাচনে শতভাগ জয়ের আশাবাদ ব্যক্ত করে তিনি বিভিন্ন মোড়, হাট ও বাজারে সাধারণ ভোটারদের মাঝে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। এর আগে বৃহস্পতিবার (১১ জুলাই) উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা রাসেল মিয়ার কার্যালয়ে প্রতিদ্বন্দ্বি ৫ প্রার্থীর মাঝে প্রতীক বিতরণ করা হয়। প্রতীক বরাদ্দ নিয়েই তিনি তার শুভাকাঙ্ক্ষী, ভোটার ও সমর্থকদের নিয়ে নিজ এলাকা ও বৈরাগীহাটে ভোটারদের সাথে কুশল বিনিময় করে সকলের নিকট দোয়া ও ভোট প্রার্থনা করেন। এসময় তিনি বিগত কয়েকবার ইউপি সদস্য পদে নির্বাচিত হয়ে দায়িত্বপালনকালে এলাকার বিভিন্ন সমস্যা সমাধান এবং উন্নয়নের প্রসঙ্গ তুলে আগামীতে চেয়ারম্যান হিসেবে সেবা করার সুযোগ চান।
উল্লেখ্য, মো. সেলিম মিয়া একাধিকবার ইউপি সদস্য নির্বাচিত হয়েছেন। সম্প্রতি ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে সাপমারা ইউপির নির্বাচিত চেয়ারম্যান প্রভাষক শাকিল আকন্দ বুলবুল পদত্যাগ করে বিজয়ী হন। সেসময় ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পান সেলিম মিয়া।