সাজাদুর রহমান সাজু: আসন্ন ৬ষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন-২০২৪ এর
আগামী ২১শে মে ২য় ধাপের নির্বাচন উপলক্ষ্যে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ভোটগ্রহণকারী কর্মকর্তাগণের দিনব্যাপী প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
এ কর্মশালায় স্পেশালাইজড প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন,গাইবান্ধা জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট কাজী নাহিদ রসুল। গাইবান্ধা এবং আপিল কর্তৃপক্ষ,৬ষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচনের উক্ত প্রশিক্ষণে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জেলার মাননীয় পুলিশ সুপার কামাল হোসেন পিপিএম, গাইবান্ধা, এবং দেওয়ান মওদুদ আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও রিটার্নিং অফিসার, সদর, গোবিন্দগঞ্জ ও পলাশবাড়ী উপজেলা পরিষদ নির্বাচন। মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন আব্দুল মোত্তালিব, জেলা নির্বাচন কর্মকর্তা, গাইবান্ধা।
এতে সভাপতিত্ব করেন, রাসেল মিয়া, উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার গোবিন্দগঞ্জ,গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ সামছুল আলম শাহ। এসময় সম্মানীয় প্রধান অতিথি উপজেলা পরিষদ নির্বাচনকে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে প্রিজাইডিং অফিসারদের করণীয়, দিক-নির্দেশনা এবং নির্বাচন সংশ্লিষ্ট আইন, বিধি ও পরিপত্র সম্পর্কে অবহিত করেন।