লিটন মিয়া লাকু, গাইবান্ধা জেলা প্রতিনিধি: উত্তরের জেলা গাইবান্ধার তিস্তা, ব্রহ্মপুত্র, যমুনা, ঘাঘট, করতোয়া, কাটাখালী নদীর চরাঞ্চল গুলোতে মাঠের পর মাঠ চাষ হয়েছে ভুট্টা। সবুজ আর বাদামি রঙের গাছগুলো দেখলেই চোখ জুড়িয়ে যায়।
যত দুর চোখ যায় মাঠের পর মাঠ জুড়ে যেন সবুজের শাড়ী পড়ে দাঁড়িয়ে আছে ভুট্টা গাছ। গাছে গাছে ঝুলে আছে হলুদ রঙের মোচা। ক্ষেতের অনেক গাছ থেকে মোচা কেটে নেওয়া হয়েছে। আবার অনেক গাছে কাটার কাজ চলছে। ইরি-বোরো ধানের সাথে পল্লা দিয়ে চলছে ভুট্টা কাটা মাড়াই কাজ। এর সাথে ব্যস্ত সময় কাটছে কৃষক কৃষাণীরা।
গাইবান্ধার ১৬৫ চর-দ্বীপচর আর নদ-নদী পারের প্রায় প্রতিটি কৃষকের বাড়িতেই এখন ভুট্টা আর ভুট্টা। কেউ মাড়াই করছেন, আবার কেউ পরিষ্কার করছেন। বাড়িতে ভুট্টা আসার পর পুরুষের সহযোগিতায় নারী-শিশুরাও কাজ করছেন। এ যেন চরের চাষির আঙিনায় ভুট্টার ‘সোনা রাঙা হাসি’