সুন্দরগঞ্জে পাটক্ষেতে পানি না দেওয়ায় গাইবান্ধার সুন্দরগঞ্জে প্রতিপক্ষের হামলায় নিহত শাহজাহান মিয়া ওরফে শাহজামাল (৪৫) হত্যা মামলার আসামি জহুরুল ইসলামকে (৪২) গ্রেফতার করেছে র্যাব।
গত সোমবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় র্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের সিনিয়র সহকারি পরিচালক (মিডিয়া) ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতার হওয়া আসামি জহুরুল ইসলাম সুন্দরগঞ্জ উপজেলার পূর্ব সীচা (লালচামার) গ্রামের মৃত নছিম উদ্দিনের ছেলে। তিনি শাহজাহান মিয়া ওরফে শাহজামাল হত্যা মামলার এজাহার নামীয় ২ নম্বর আসামি।
র্যাব জানায়, উপজেলার পূর্ব সীচা (লালচামার) গ্রামের শাহজাহান ওরফে শাহজামালের সঙ্গে প্রতিবেশী জহুরুল ইসলাম গংদের জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এরই একপর্যায়ে গত ১২ এপ্রিল সকালে শাহজামালের শ্যালো মেশিন থেকে পাটক্ষেতে পানি (সেচ) দিতে বলেন জহুরুল ইসলাম। জমিতে পানি না দেওয়ায় তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এসময় শাহজামালকে আক্রমণ করে গুরুতর যখম করে। পরে স্বজনরা তাকে উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওইদিন বিকেলে শাহজামাল মারা যায়। এ ঘটনায় শাহজামালের স্ত্রী জান্নাতি বেগম বাদী হয়ে ১৩ এপ্রিল সুন্দরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। এরপর থেকে আসামি জহুরুল ইসলাম আত্মগোপনে ছিলেন। গ্রেফতার এড়াতে বারবার অবস্থান পরিবর্তন করছিলেন তিনি।
এরই ধারাবাহিকতায় রোববার (১০ সেপ্টেম্বর) বিকেলে র্যাব-১৩, গাইবান্ধা ও র্যাব-১১, সিপিসি-২ কুমিল্লা ক্যাম্পের যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কুমিল্লার লাঙ্গলকোট উপজেলার মুন বাজার এলাকা থেকে আসামি জহুরুল ইসলামকে গ্রেফতার করেন।
র্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের ফ্লাইট লেফটেন্যান্ট সিনিয়র সহকারি পরিচালক (মিডিয়া) মাহমুদ বশির আহমেদ বলেন, গ্রেফতার হওয়া আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।