বিশেষ প্রতিনিধি গাইবান্ধা জেলাঃ
গাইবান্ধা রাস্তার কাজ হচ্ছে না ভালো ভাবে, অবহেলিত ভাবে ৪ লেনের কাজ হচ্ছে । তারা দিনে কাজ না করে রাতে কাজ চালায়।
গাইবান্ধা কাচারি বাজার এলাকায় রাস্তার কাজ করতে গিয়ে ব্যাবসায়ীদের বেহাল দশা,তাদের ব্যাবসায় অনেক লেখ সান হচ্ছে কারণ জনগণ আসতে পারে না।এবং রাস্তার কাজ ধীর গতিতে যাচ্ছে্তাই গাইবান্ধা বাসী অতিষ্ঠ হয়ে গেছে রাস্তার কাজ শেষ হচ্ছে না, না না রকম ঝামেলা সৃষ্টি হয়। একদিকে কাজ শেষ না করে চতুর দিকে কেটে খুরে মানুষ মারার ফাঁদ তৈরি হয়েছে। জনগনের মতামত তারা বলেন আগেই ভালো ছিলো ৪ লেনের কাজের কারনেই আমাদের ব্যাবসা কার্যক্রম প্রায় বন্ধ। ড্রাভাই রা গাড়ি চলা কর করতে পারে না,ঠিক মতো সব জাগায় জ্যামে পরে থাকতে হয়। গাইবান্ধা রাস্তার কাজ তাড়াতাড়ি এগিয়ে নিয়ে যেতে হবে বলে জানায় ব্যাসায়ীরা।