ইসরায়েলি বাহিনী গত ৪২ দিনের টানা নৃশংস বিমান হামলায় ফিলিস্তিনের গাজা উপত্যকায় এই নিহতদের মধ্যে অন্তত ৫ হাজার ও ৩৩০০ নারী। এ সময় আহত হযেছেন ৩০ হাজার ৫৭০ ফিলিস্তিনি। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় একথা জানায়। সূত্র: আল-আরাবিয়া, বিবিসি
সমাইল থাওয়াবতা বলেন, ‘গাজার স্বাস্থ্য ব্যবস্থার পতনের কারণে কয়েকদিন ধরে নিহতের সংখ্যা আপডেট করা হয়নি।’
তিনি জানান, ধ্বংসস্তূপের নিচে এখনো এক হাজার ৮০০ শিশুসহ তিন হাজার ৭৫০ জন নিখোঁজ রয়েছেন। চিকিৎসক, নার্স ও প্যারামেডিক মিলিয়ে অন্তত ২০০ জন নিহত হয়েছেন। সেই সঙ্গে সিভিল ডিফেন্স দলের ২২ সদস্যকে হত্যা করা হয়েছে। ইসরায়েলি হামলার কারণে ধ্বংসস্তুপের নীচ থেকে লাশ তোলা সম্ভব হচ্ছে না। এতে প্রকৃত নিহতের সংখ্যা জানা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছে এ মন্ত্রণালয়।