বৃহস্পতিবার (২৫ মে) সকাল ৮টা থেকে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) চলছে ভোটগ্রহণ। বিকেল ৪টা পর্যন্ত এই ভোটগ্রহণ চলবে।
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে বেশিরভাগ ভোটারই এবার প্রথম ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট দিচ্ছেন। ইভিএমে ভোটারদের অভিজ্ঞতা না থাকায় ভোট দিতে অনেকটাই সময় বেশি লাগছে। এতে বিভিন্ন কেন্দ্রে ভোটারদের লাইন দীর্ঘ হচ্ছে।
দীর্ঘ লাইনে বেশি সময় দাঁড়িয়ে থেকে রোদ ও গরমে ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ ভোটারদের। অনেক কেন্দ্রে ভোট শুরু হওয়ার আগে থেকেই ভোটারদের দীর্ঘ লাইন দেখা গেছে। বেলা বাড়ার সঙ্গে ভোটারদের উপস্থিতি বাড়তে থাকে।
বাঘিয়া উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে স্বপন মোল্লা নামের এক ভোটার জানান, ভোট দিতে প্রায় দেড় ঘণ্টা ধরে দাঁড়িয়ে আছি। মেশিনে ভোট দিতে মানুষের দেরি হচ্ছে।
আরিফ হোসেন নামের এক ভোটার জানান, আগে কখনো ইভিএমে ভোট দিইনি। অভিজ্ঞতা নেই। আজ প্রথম ইভিএমে ভোট দিচ্ছি।
গাজীপুর সিটি করপোরেশনে মোট ভোটার ১১ লাখ ৭৯ হাজার ৪৬৩ জন। এর মধ্যে পুরুষ ৫ লাখ ৯২ হাজার ৭৪৭ জন এবং নারী ৫ লাখ ৮৬ হাজার ৬৯৮ জন ও হিজড়া ১৮ জন।
৫৭টি ওয়ার্ডে ৪৮০টি ভোটকেন্দ্রে ৩ হাজার ৪৯৭টি ভোটকক্ষ রয়েছে। এই নির্বাচনে ৪৮০ জন প্রিজাইডিং অফিসার, ৩ হাজার ৪৯৭ জন সহকারী প্রিজাইডিং অফিসার ও ৬ হাজার ৯৯৪ জন পোলিং অফিসার সহ ১০ হাজার ৯৭১ জন ভোট গ্রহণকারী কর্মকর্তা রয়েছেন।
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে ৮ জন, সংরক্ষিত আসনের কাউন্সিলর পদে ৭৯ জন এবং সাধারণ আসনের কাউন্সিলর পদে ২৪৬ জনসহ মোট ৩৩৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ১৫ নম্বর ওয়ার্ডে সাধারণ আসনে কাউন্সিলর পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় একজন নির্বাচিত হয়েছেন।