সংসদীয় কমিটির এমন সিদ্ধান্ত নারীর জন্য অবমাননাকর এবং সরকারের নীতি, মুক্তিযুদ্ধের চেতনা ও সংবিধানবিরোধী বলে মন্তব্য করেছেন বিশিষ্টজনেরা। পাশাপাশি বিভিন্ন মহলে এ নিয়ে ক্ষোভ সৃষ্টি হয়েছে।
সংসদে শিরীন আখতার বলেন, ‘আমি বিস্মিত, হতবাক, ব্যথিত। এমন বিষয় আমার সহকর্মীরা উত্থাপন করতে পেরেছে! সংবিধানে বলা আছে, নারী-পুরুষে কোনো বৈষম্য করা যাবে না। সেই দেশে যখন এই ঘটনা ঘটে, তখন আমরা স্তব্ধ হয়ে যাই।’
জাসদের সাধারণ সম্পাদক বলেন, যখন দেশজুড়ে মৌলবাদের আস্ফালন দেখা যাচ্ছে, তখন মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির কাছ থেকে এমন সুপারিশ এসেছে। তিনি এ বিষয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন, যাতে এ রকম কলুষিত সিদ্ধান্ত না নেওয়া হয়।
জাসদ সভাপতি সাংসদ হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরীন আখতার গতকাল এক বিবৃতিতে সংসদীয় কমিটির সুপারিশের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, ‘এ সুপারিশ সংবিধানবিরোধী, চরম নারীবিদ্বেষী ও বৈষম্যমূলক।’