ভারতের গুজরাটের একটি হাসপাতালে আগুন লেগে ১৮ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে গুজরাটের ভরুচ এলাকার একটি হাসপাতালে এ ঘটনা ঘটে।
চারতলাবিশিষ্ট ওয়েলফেয়ার হাসপাতালে ৫০ জনের মতো করোনা রোগী ভর্তি ছিলেন। শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে হাসপাতালটির কোভিড-১৯ ওয়ার্ডে আগুন লাগে। সে সময় রোগীদের উদ্ধার করে বাইরে নিয়ে আসেন স্থানীয় বাসিন্দা ও অগ্নিনির্বাপণকর্মীরা। খবর টাইমস অব ইন্ডিয়ার
ভরুচের পুলিশ সুপার আর ভি সুদাসামা বলেন, শনিবার সকাল সাড়ে ছয়টা পর্যন্ত আমরা ১৮ জন রোগীকে মৃত অবস্থায় পেয়েছি। ৩২ জনকে উদ্ধার করা হয়েছে। আগুন ও ধোঁয়ার কারণে রোগীরা মারা যান।
বর্তমানে ওই হাসপাতালের অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে এসেছে। বেশ কয়েকজন রোগীকে উদ্ধার করে পার্শ্ববর্তী আরেকটি হাসপাতালে নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।