আর দু’সপ্তাহ হাতে আছে, এরপরই বিধানসভা নির্বাচনের প্রথম দফা। ভোটের আবহে মিটিং–মিছিল–রোড শো–স্লোগানে এখন তেতে উঠেছে পশ্চিমবঙ্গের রাজ্য–রাজনীতি। এরই মধ্যে প্রচারে নামছেন তৃণমূল কংগ্রেসের অভিনেতা–সাংসদ দীপক অধিকারী দেব। একুশের ভোটযুদ্ধে যেখানে দলবদলসহ নানা গুঞ্জন প্রতিনিয়তই ডালপালা মেলছে। সেখানে দেবের সাফ কথা, ‘বাংলায় আবার দিদিই আসবেন।’
‘বাংলা নিজের মেয়েকেই চায়’ স্লোগানকে হাতিয়ার করেই এগিয়ে যাচ্ছে এই অভিনেতা–সাংসদ। জানা গেছে, দ্বিতীয় দফায় ১ এপ্রিলে ভোট হবে ঘাটালে। হাতে মাত্র কটা দিন। নির্বাচনী প্রচারে তেমনভাবে দেখা যায়নি সাংসদ দীপক অধিকারী ওরফে দেবকে! ভোটের ময়দান থেকে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম- কোথাও প্রচার করতে দেখা যায়নি সাংসদ অভিনেতাকে।
এ নিয়ে রাজনৈতিক মহলের অন্দরে ফিসফাস চলছিল। প্রশ্ন উঠতে শুরু করেছিল, তাহলে কী তিনি বিজেপিতে যোগ দেবেন? নাকি অন্য কোনও কারণ? রবিবাসরীয় বারবেলায় এইসব প্রশ্নের জবাব দিয়েই তৃণমূল কংগ্রেসের সাংসদ দেব জানালেন, তিনি এখনও মমতা ব্যানার্জির সৈনিকই রয়েছেন।
রবিবার দেব সাফ জানিয়ে দেন, ‘আজ থেকে একুশের নির্বাচনী প্রচারের জন্য ময়দানে নামছি আমি। যারা ভোটে লড়ছেন, তাদের সবার প্রতিই আমার শুভেচ্ছা রইল। আমি যদিও মনে প্রাণে এখনও বিশ্বাস করি যে, দিদিই আবার ক্ষমতায় ফিরছেন, যিনি কিনা গত ১০ বছর ধরে করজোড়ে বাংলার ময়দানে লড়াই চালিয়ে গিয়েছেন।’