মামলা থেকে অবশেষে বেকসুর খালাস পেলেন গোপালগঞ্জ সরকারি বঙ্গবন্ধু কলেজের ইংরেজি শিক্ষক মো: গোলাম মোস্তফা ওরফে জিএম স্যার। তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালে দায়ের করা ওই মামলায় স্বাক্ষ্য প্রমান শেষে নির্দোষ প্রমান হওয়ায় তাকে খালাস দেওয়া হয়েছে বলে আদালতের বিচারক মো:হায়দার আলী খোন্দকার প্রদত্ত রায় মোতাবেক জানা গেছে। তবে মেডিকেল রিপোর্টে উল্লেখ ছিলো মেয়েটি ধর্ষণের শিকার হয়েছে। মামলার বিবরনে জানা গেছে শিক্ষক গোলাম মোস্তফা সরকারি বঙ্গবন্ধু কলেজের সমাজবিজ্ঞান বিভাগের এক শিক্ষার্থীকে খাতা দেখার নাম করে বাসায় ডেকে নিয়ে ধর্ষণ করেছেন মর্মে ওই শিক্ষার্থীর মা বিগত ২০২৩ সালের ৮ মে বাদী হয়ে গোপালগঞ্জ সদর থানায় একটি মামলা দায়ের করেন। সেদিনই সন্ধ্যায় শহরের নবীনবাগ এলাকা থেকে শিক্ষক গোলাম মোস্তফাকে পুলিশ গ্রেপ্তার করে। পরদিন তাকে আদালতে সোপর্দ করা হলে গোপালগঞ্জের চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট তাকে জামিন না দিয়ে জেল হাজতে প্রেরন করেন। মামলাটি পরবর্তীতে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ২০০০ এর ৯ (১) ধারায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালে স্থানান্তরিত হয়। গত বৃহস্পতিবার মামলার রায় প্রদান করেছেন বিজ্ঞ বিচারক।