গাইবান্ধার গোবিন্দগঞ্জে উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের অধীনে উপজেলার পাট ও পাটবীজ চাষী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে ।
আজ বৃহস্পতিবার সকাল ১০টায় গোবিন্দগঞ্জ পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি হিসাবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন ৩২ গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অধ্যক্ষ আবুল কালাম আজাদ।
এ কর্মশালায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন,উপজেলা পরিষদ সম্মানিত চেয়ারম্যান প্রভাষক শাকিল আকন্দ বুলবুল,উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মতিন মোল্লা
,উপজেলা নির্বাহী অফিসার রাসেল মিয়ার সভাপতিত্বে
এ কর্মশালায় প্রশিক্ষক হিসাবে ছিলেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মেহেদী হাসান,জেলা পাট উন্নয়ন কর্মকর্তা মাজেদুর রহমান,উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা সাদ্দাম হোসেন সহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার পাটচাষী বৃন্দ,ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।