গাইবান্ধার গোবিন্দগঞ্জে চালককে এলোপাতাড়ি ছুরিকাঘাতে হত্যা করে ইজিবাইক ছিনতাইয়ের ঘটনায় জড়িত ৪ যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
১৪ সেপ্টেম্বর শনিবার, সিনিয়র সহকারী পুলিশ সুপার সি-সার্কেলের নেতৃত্বে অফিসার ইনচার্জ আসাদুজ্জামান, অফিসার ইনচার্জ (তদন্ত) তারেকুল ইসলাম, বৈরাগীর হাট তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মতিউর রহমান, এস.আই রায়হানুজ্জামান রায়হান সঙ্গীয় পুলিশ ফোর্সসহ অভিযান চালিয়ে বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করে।
এসময় ছিনতাইকৃত ইজিবাইক, মোবাইল ফোন এবং হত্যার কাজে ব্যবহৃত ধারালো ছুরি উদ্ধার করা হয়।
আজ ১৫ সেপ্টেম্বর রবিবার সকাল ১২টায়, গোবিন্দগঞ্জ থানায় এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান, অতিরিক্ত পুলিশ সুপার ইবনে মিজান।
এসময় সিনিয়র সহকারী পুলিশ সুপার সি-সার্কেল উদয় কুমার সাহা, গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ আ.ফ.ম আছাদুজ্জামান শামীম, গোবিন্দগঞ্জ থানার পরিদর্শক তারেকুল ইসলাম, বৈরাগীর হাট তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মতিউর রহমান সহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ১২ সেপ্টেম্বর রাতে গোবিন্দগঞ্জ উপজেলার কামদিয়া ইউনিয়নের দক্ষিণ চাঙ্গুরা গ্রামের একটি বাঁশঝাড় থেকে পুলিশ ইজিবাইক চালক আবু রায়হানের মরদেহ উদ্ধার করে।