বিশেষ প্রতিনিধি গাইবান্ধা : গাইবান্ধার গোবিন্দগঞ্জে লকডাউনে পুলিশের তৎপরতা লক্ষ্য করা গেছে। সরকারের নির্দেশিত লকডাউনের ষষ্ঠ দিনে আজ সোমবার সকাল থেকেই শহরে যান চলাচল লক্ষ্য করা গেলেও প্রশাসনের তৎপরতায় তা কমে আসে।
নিত্য পণ্যের দোকান ছাড়াও অলিতে গলিতে প্রধান রাস্তার পাশে কিছু কিছু দোকানপাট খোলা দেখা গেছে।সকাল দশটা পর্যন্ত শহরে উপজেলা প্রশাসন ও পুলিশের তৎপরতা লক্ষ্য করা গেছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত এবং পুলিশের টহল জোরদার করা হয়।
এছাড়া উপজেলা ইউনিয়ন পর্যায়ে বেশিরভাগ এলাকাতেই দোকানপাট খোলা রয়েছে এবং জনগণের চলাচল অবাধ রয়েছে। নানা অজুহাতে লোকজন বাইরে বের হওয়ার প্রবণতা দেখা গেছে।
সোমবার (১৯এপ্রিল) দুপুরে গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ একেএম মেহেদী হাসানের নেতৃত্বে লকডাউনের ৬ষ্ঠ দিনে জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের হওয়া বন্ধে টহল অব্যাহত রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী।উপজেলার বিভিন্ন ইউনিয়নে পুলিশি টহল অব্যাহত রয়েছে।