মনিরুজ্জামান বিপ্লব,বিশেষ প্রতিনিধি:
১। মোঃ তৈয়ব (২৭) পিতা মৃতঃ শেখ সাদী, মাতা মৃত মর্জিনা বেগম ২। মোঃ সবুজ (৩০) পিতা মৃতঃ মহত, মাতাঃ রিনা বেগম, ৩। মোঃ হেদা (২৯) পিতা মোঃ আশরাফুল, মাতা: সেলিনা, ৪। মোঃ আর্জু (কবিরাজ)(৩৫) পিতা: পান্না, মাতা- জিন্না, ৫। আরশাফুল ওরফে পেটকাটা (৫৫) পিতা মৃত: মোহাম্মদ আলী, মাতাঃ লালভান, ৬। মোঃ রাজিব (৪১), পিতাঃ উদরাতুল, মাতা মৃতঃ টেলি, ৭। মোঃ রাজেস (৩৫), পিতা আবুতালেব, মাতা অনজিলা খাতুন, ৮।মোঃ ইনামুল (৫৫), পিতা মৃতঃ জীন্নাত আলী ওরফে মাস্টার, মাতা মৃতঃ ছলে খাতুন, উভয়- গ্রাম মৌজামান্দ্রা, পোস্টঃ গোয়ালীমান্দ্রা (বেদেপল্লী) খানা/উপজেলাঃ লৌহজোন, জেলা: মুন্সিগঞ্জ, ঢাকা:
চিহ্নিত দাগী আসামী এবং মাদক সম্রাট মোঃ তৈয়ব এবং মোঃ হেদা এদের নেতৃত্যে দীর্ঘ ধরে গড়ে উঠেছে মাদক সেন্ডিকেট গোয়ালীমান্দ্রা (বেদেপল্লী) রমরমা মাদক ব্যবসা ভয়ংকার জীবন নাশক এবং যুবসমাজ ধ্বংশ করার কারিগর উক্ত ব্যাক্তিরা এদের নেতৃত্যে ইয়াবা, ফেনসিডিল, গাজা, হেরোইন সহ আরো বিভিন্ন রকমের মাদকের রমরমা বেচাকেনা দীর্ঘদিন ধরে করে আসিতেছে। এরা এক এক জন একাধিক মামলার আসামী এদের কারনে দেশ ও দশের এবং উক্ত এলাকার আগামীর যুবসমাজ ধ্বংশ ও হুমকির মুখে। এদের অত্যাচারে এলাকার সাধারণ মানুষ অতিষ্ঠ এদের বিরুদ্ধে কেউ কিছু বলতে গেলে বিভিন্ন ভাবে জীবন নাশের হুমকি প্রদান করে। উক্ত চিহ্নিত মাদক ব্যবসাইদের বিরুদ্ধে বাংলাদেশের প্রচালিত আইন অনুযায়ী মাদক দ্রব্য নির্মূল অভিযান চালিয়ে এদেরকে চিরতরে উচ্ছেদ করার জন্য সরকার ও আইন শৃঙ্খলা বাহিনীর কাছে বিশেষ দৃষ্টি আকষন করছে গোয়ালীমান্দ্রা (বেদেপল্লী) স্খনীয় এলাকাবাসিরা।