গৌরনদী প্রতিনিধিঃ গতকাল বধবার সকাল ১০ টায় গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের ইল্লা গ্রামের ভাঙ্গা বাজার সংলগ্ন বীর মুক্তিযোদ্ধা মরহুম এচাহাক কাজীর বাড়ী যাওয়ার পথে রাস্তার পাশে তার নিজ নামের সাইন বোর্ড লাগানোর দেড় ঘণ্টার ব্যবধানে পারিবারিক কোলাহলের জের ধরে সাইনবোর্ড ভেঙেচুরে পানিতে ফেলে দেন একই এলাকার বাসিন্দা মানব পাচারকারী মোঃ হাবুল সরদার।
এ ঘটনার বিষয়ে স্থানীয় চকিদার মোহাম্মদ হুমায়ুন সরদার বলেন ১৫ দিন পূর্বেও হাবুল সরদার আরো একবার বীর মুক্তিযোদ্ধা মরহুম এচাহাক কাজীর সাইনবোর্ড ভেঙেচুরে পানিতে ফেলে দেন। পরে স্থানীয় লোকজন বসে মীমাংসা করেদেয়। বীর মুক্তিযোদ্ধার চার পুএ মোঃ হালিম কাজী মোঃ শহিদ কাজী মোঃ এমদাদুল কাজী মোঃ জাহিদ কাজী ও দুই কন্যা সন্তানেরা এই জঘন্যতম কর্মকা-ে হতাশা প্রকাশ করেন এবং তারা হস্তক্ষেপ কামনায় গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস ও গৌরনদী মডেল থানার ওসি মোঃ আফজাল হোসেনকে ঘটনার ব্যাপারে অবহিত করেন । এ ব্যাপারে জানতে খাঞ্জাপুর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মোঃ ফারুক মৃধার সাথে মোবাইল ফোনে যোগাযোগ করতে তার মুঠোফোনে কল করেল তিনি ফোন রিসিভ করেন নাই।