শনিবার দিবাগত রাতে বরিশাল-ঢাকা মহাসড়কে গৌরনদী উপজেলার কাছেমাবাদ বাসষ্ট্যান্ডে যশোর ট ১১-৩২৫৪ নম্বরের একটি পোল্টিফিড বোঝাই ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে ব্রীজের রেলিং ও একটি দোকান ঘর ভেঙ্গে খালে পড়ে গেছে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। তবে ব্রীজটি, ট্রাক ও দোকান ঘরটির বেশ ক্ষয়ক্ষতি হয়েছে।
দুর্ঘটনা কবলিত ট্রাকটির চালক মোঃ মিলন জানান, শনিবার সন্ধ্যার পরে রাজশাহীর বাঘা উপজেলার যমুনা পোল্টিফিড কোম্পানী থেকে ফিড বোঝাই করে বরিশালের দপদপিয়া ডিপোর উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে রাত দেড়টার দিকে গৌরনদী উপজেলার কাছেমাবাদ বাসষ্ট্যান্ডে পৌছলে, বিপরিত দিক থেকে বেপরোয়া গতিতে আসা একটি ট্রাককে পাশ কাটাতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। ঘবর পেয়ে গৌরনদী হাইওয়ে থানা পুলিশ দ্রæত দুর্ঘটনা স্থলে পৌছে দুর্ঘটনা কবলিত ট্রাকটি উদ্ধারে অভিযান চালান। দীর্ঘ প্রচেষ্টার পর গতকাল রোববার বিকেলে তারা ট্রাকটিকে উদ্ধারে সক্ষম হন।