বরিশাল জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) রোববার বিকেলে গৌরনদী উপজেলার ভূরঘাটা বাসষ্ট্যান্ড এলাকায় বরিশাল-ঢাকা মহাসড়কের ওপর থেকে ৮ হাজার ৯শ ২৬ পিচ মরন নেশা ইয়াবা ট্যাবলেট ও ৩১ গ্রাম ইয়াবার গুড়া’র একটি বড় চালান আটক করেছে। এ সময় ডিবি পুলিশ সদস্যরা মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগে এক ইউপি সদস্য, এক বিধবা নারী ও তার ছেলেসহ তিন জনকে গ্রেফতার করেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলেন, গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউপি ৪নং ওয়ার্ড সদস্য এবং ওই ইউনিয়নের পশ্চিম ডুমুরিয়া গ্রামের মৃত আশরাফ সরদারের ছেলে সোহেল সরদার (৩২), রাজধানী ঢাকার বংশাল থানার শোয়ারিঘাট এলাকার মৃত আব্দুল মান্নান হাওলাদারের বিধবা স্ত্রী সেলিনা আক্তার (৪০) ও তার ছেলে মোঃ ফোরকান হাওলাদার (২৪)। জানাগেছে, গোপন সূত্রে খবর পেয়ে বরিশাল জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)’র এসআই কাজী ওবায়েদুল কবির ও এসআই মোঃ সিদ্দিকুর রহমান সঙ্গীয় ফোর্সসহ রোববার বিকেল পৌনে ৩টার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কের পার্শ্ববর্তি উপজেলার ভূরঘাটা বাসষ্ট্যান্ড এলাকায় অভিযান চালায়। এ সময় ওই বাসষ্টান্ডের সজিব বেপারীর মোবাইল দোকানের পশ্চিম পাশে ভূরঘাটা ব্রীজ সংলগ্ন মহাসড়কের ওপর থেকে মাদক ব্যবসায়ী সোহেল সরদার, সেলিনা আক্তার ও ফোরকান হাওলাদারকে ৮ হাজার ৯শ ২৬ পিচ মরন নেশা ইয়াবা ট্যাবলেট ও ৩১ গ্রাম ইয়াবার গুড়া’র একটি বড় চালানসহ গ্রেফতার করা হয়। বরিশাল জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)’র এসআই কাজী ওবায়েদুল কবির জানান, ইয়াবার চালানটি আটকের সময় আমরা ধারনা করেছিলাম একটি কমপক্ষে ১০ হাজার পিচের একটি চালান হবে। তবে বরিশাল ডিবি কার্যালয়ে নিয়ে ইয়াবার চালানটির ইয়াবাগুলো গননা করে সিজার লিষ্ট করাকালে প্যাকেট গুলোর ভেতরে মোট ৮ হাজার ৯শ ২৬ পিচ মরন নেশা ইয়াবা ট্যাবলেট ও ৩১ গ্রাম ইয়াবার গুড়া পাওয়া যায়। ইয়াবার বড় চালান আটক ও ইউপি সদস্যসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন বরিশাল জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ডিএসবি ও মিডিয়া ফোকাল পয়েন্ট কর্মকর্তা রেজওয়ান আহামেদ (পিপিএম)। তিনি জানান, বরিশাল জেলা পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম (বিপিএম) সোমবার সকাল ১১টায় পুলিশ সুপারের কনফারেন্স রুমে এ ঘটনার বিস্তারিত বর্ননা দিয়ে সাংবাদিকদের ব্রিফ করবেন।