1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
সোমবার, ১৮ নভেম্বর ২০২৪, ০৬:৩৯ অপরাহ্ন

গ্রেফতারের আগে গোপন বার্তায় বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন : পরশ

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৬ মার্চ, ২০২২

যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেছেন, ‘২৫ মার্চ গ্রেফতার হওয়ার আগে এক গোপন বার্তায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। এর ফলশ্রুতিতেই ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে বিজয় আনতে পেরেছিলাম।’

তিনি বলেন, ‘সেই মর্ম বুকে ধারণ করে আমাদের আজকের প্রজন্ম মুক্তিযুদ্ধের এই ইতিহাস চর্চা করবে, বাংলার সংস্কৃতি, শিল্প-সাহিত্যের উন্মেষ ঘটাবে এবং আমাদের বাঙালি জাতি হিসেবে যে ঐতিহ্য সামনের দিকে একটা প্রগতিশীল বাংলাদেশ গড়বে। ’

গ্রেফতারের আগে গোপন বার্তায় বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন : পরশ

আজ শনিবার সকালে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন যুবলীগের চেয়ারম্যান শেখ

শেখ ফজলে শামস পরশ বলেন, ‘আজ মহান স্বাধীনতা দিবস, আমাদের গর্বের একটা দিন। কিন্তু এর আগে ২৫ মার্চের গণহত্যা দিবস এখনো আন্তর্জাতিক পরিমণ্ডলে স্বীকৃত না। এই দিবসের স্বীকৃতি এখন সময়ের দাবি।’

তিনি বলেন, ‘জাতির অন্যান্য দাবির মধ্যে অন্যতম ছিল যুদ্ধাপরাধীদের বিচার। এটা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সম্পন্ন হচ্ছে। যুদ্ধাপরাধীদের এই বিচার চলমান থাকবে, ধাপে ধাপে সব যুদ্ধাপরাধীর বিচার হবে।’

‘বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে দেশকে ভালোবাসবে নতুন প্রজন্ম। শেখ হাসিনার নেতৃত্বে একটি সুখী, সমৃদ্ধশালী, উন্নত বাংলাদেশের যে স্বপ্ন বঙ্গবন্ধু দেখেছিলেন জাতির সেই আশা পূর্ণ হবে,’- বলেন যুবলীগের চেয়ারম্যান।

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি