1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ১১:৩৯ অপরাহ্ন

গ্রেফতার হলেন অবৈধ আইবিএন অনলাইন টিভির চেয়ারম্যান আন্তর্জাতিক মাদক কারবারি শাহালম

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : শনিবার, ২১ আগস্ট, ২০২১

কুমিল্লা ধনুয়াখোলার শাহালম, কৃষকের ঘরের সন্তান হয়েও কোটি কোটি টাকার মালিক ও অবৈধ আইপি টেলিভিশন এর ব্যাবস্থাপনা পরিচালক। হঠাৎ আঙুল ফুলে কলাগাছ, এতো কিছু অর্জনের নেপথ্যে সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের আট টি দেশে মাদক পাচার সিন্ডিকেটের মূল পরিচালক এই মাদক কারবারি শাহাআলম এর মাদক ব্যাবসা, সম্প্রতি দেশ ছাপিয়ে বিদেশে গড়েছেন মাদক বাজার। সৌদি আরব সহ ১০ টি আরব দেশে রয়েছে শাহাআলম এর বিশাল মাদক সম্রাজ্য, যে সম্রাজ্যে রয়েছে খুচরা, পাইকারি ইয়াবা বিক্রেতা ও অগনিত প্রবাসী ক্রেতা। বিগত কয়েক বছরে সৌদি পুলিশের কাছে ইয়াবা সহ আটক হয়েছে প্রায় ছয় শত প্রবাসী বাঙালি। যার কারনে সৌদি শ্রমবাজার ব্যাপক হুমকিতে রয়েছে। যে শাহাআলমের কারনে প্রবাসে ইয়াবা আসক্তি, গ্রেফতার এর কারনে সর্বশান্ত শত শত বাঙালি, অনেক দিন গা ঢাকা দিয়ে থাকলেও অবশেষে শাহালম কে মাদক মামলায় এয়ারপোর্টে হতে গ্রেফতার করে এপিবিএন, অতঃপর তাকে এয়্যারপোর্ট থানায় শোপর্দ করলে গতো ২০ আগষ্ট আদালতের মাধ্যমে শাহালম কে জেল হাজতে পাঠানো হয়। তথ্যসূত্রে জানা যায় আন্তর্জাতিক মাদক মাফিয়া শাহাআলম তার অবৈধ কর্মকান্ড ঢাকতে আইবিএন নামক অনুমোদনহীন আইপি টেলিভিশন খুলেন। প্রথমে জয়যাত্রা টিভির চেয়্যারমেন হেলেনা জাহাঙ্গীর অতঃপর আইবিএন টেলিভিশন এর শাহাআলম, এ যাত্রার শেষ কোথায় এ নিয়ে সন্দিহানে রয়েছে মূলধারার গণমাধ্যম ব্যাক্তিবর্গ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি