1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৯:৫২ পূর্বাহ্ন

গড়েয়া ডিগ্রি কলেজের আইসিটি ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন

মাজেদুর রহমান, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ
  • আপডেট : সোমবার, ২২ নভেম্বর, ২০২১

ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ডিগ্রি কলেজের আইসিটি ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি, ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও গড়েয়া ডিগ্রি কলেজে সন্মানিত সভাপতি এ্যাডঃ আ স ম গোলাম ফারুক রুবেল।

আইসিটি ভবনের ভিত্তি প্রস্তরস্থাপন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গড়েয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো, জাকির হোসেন হেলাল। ২২ নভেম্বর সোমবার সকাল ১০ টায় গড়েয়া ডিগ্রি কলেজ মাঠের অডিটোরিয়াম হল রুমের পাশে নতুন চার তলা আইসিটি ভবনের ভিত্তি প্রস্তর স্থাপনের উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গড়েয়া ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ আলহাজ্ব সাইফুর রহমান। গড়েয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আফিজার রহমান দুলাল, সাধারণ সম্পাদক রইচ উদ্দিন সাজু মাষ্টার, সবেক ভারপ্রাপ্ত সভাপতি ইউনুস আলী ও সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাবিন্দ্র মোদক।

এছাড়াও গভর্নিং বডির সদস্য ও অত্র কলেজের উপাধ্যক্ষ, শিক্ষক এবং কর্মচারী সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ভবনটি নির্মিত হলে প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী উন্নত পরিবেশে লেখা পড়ার সুযোগ পাবে। অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাত পাঠ করেন অত্র কলেজ মসজিদের পেশ ইমাম।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি