গড়েয়া হাটে পানি নিস্কাসনের জন্য ড্রেন নির্মাণ হলেও হাটের মূল সড়কটি এখনো পানির নীচে তলিয়ে রয়েছে যার মূল কারন কালবার্ড নিয়ে সমস্যা ।
ঠাকুরগাঁও সদর উপজেলা গড়েয়া হাটের পানি নিস্কাসনের জন্য ততকালীন ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুলাহ আল মামুনের সহযোগীতায় এবং হাটের অর্থায়নে পানি নিস্কাশনের জন্য হাটের পূর্ব পাশে একটি বড় ড্রেন নির্মাণ করা হয়। সেই ড্রেনের মুখে একটি কালবার্ড থাকায় কালবার্ড বাদ দিয়ে কাজটি করলে স্থানীয় লোকজন ও স্থানীয় ওয়াড আওয়ামী লীগের নেতা এবং ব্যবসায়ীরা কাজটি বন্ধ করে দেয়। তাদের দাবী হলো কালবার্ড সহ ড্রেনটির কাজটি হওয়ার কথা থাকলেও ড্রেন নির্মাণাধীন কমিটি কালবার্ড টি বাদ দিয়ে কাজটি করছে তাই আমরা কাজটি বন্ধ করেছি। কাগজ পত্রে যদি কালবার্ড সহ না থাকে তাহলে আমাদের কোন অভিযোগ নেই।
এ বিষয়ে গড়েয়া হাট সভাপতি ও গড়েয়া ইউনিয়নের চেয়ারম্যান রেজওয়ানুল ইসলাম শাহ রেদো বলেন, ড্রেনর কাজ বন্ধ করে রেখেছে ঐ এলাকার কয়েকজন দলীয় নেতা ও দোকান মালিক । আমরা নিয়ম অনুযায়ী আমাদের কাজ করেছি, আর কালবার্ড এর কাজ আমাদের কাজের আওতায় পরে নাই। ড্রেনের কাজের ষ্টিমেট দেখতে চাইলে তিনি বলেন সেটা আমার কাছে নেই, যারা ড্রেনের কাজ করতেছে তার(রশিদুলের)কাছে আছে। কন্টেক্টার রশিদুল জানান ড্রেনের কাজের ষ্টিমেট তার কাছে নেই ।
গড়েয়া হাট কমিটির রহিদুল ইসলাম শাহ বলেন,ড্রেন বন্ধ ও পনি নিস্কাসনের বিষয়ে কয়েক জন আমাকে মৌখিক ভাবে অভিযোগ করেছে, কেন যে কাজটি বন্ধ করেছে সে বিষয়ে আমি সঠিক ভাবে অবগত নই।
ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী অফিসার কে বিষয় টি অবগত করলে তিনি বলেন,দুই এক দিনের মধ্যে ইঞ্জিনিয়ার(প্রকৌশলী)কে বিষয়টি তদন্তের জন্য পাঠানো হবে। স্থানীয় এলাকা বাসীর দাবী বিষয়টি দ্রুত তদন্ত করে বন্ধ ড্রেনটিকে সচল করা হোক ।