1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৬:১২ অপরাহ্ন

ঘরের মাঠে দলে জায়গা হলো না জাহানারার

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৬ জুন, ২০২৩

ভারতের বিপক্ষে ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজের প্রাথমিক দলে জায়গা হয়নি তারকা পেসার জাহানারা আলমের। তবে শ্রীলঙ্কার বিপক্ষে সর্বশেষ সিরিজে বাদ পড়া অভিজ্ঞ সালমা খাতুন দলে ফিরেছেন।

আগামী ৯ জুলাই থেকে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি দিয়ে শুরু হবে বাংলাদেশ নারী দলের সিরিজ। এরপর শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।

এই উপলক্ষে সোমবার ঈদের পর শুরু হওয়া ক্যাম্পের জন্য ২০ জন ক্রিকেটারকে ডেকেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।  নতুন দায়িত্ব নেওয়া দুই নির্বাচক সাজ্জাদ আহমেদ শিপন ও সজল চৌধুরীর দেওয়া স্কোয়াডে ঠাঁই হয়নি ছন্দে না থাকা অভিজ্ঞ পেসার জাহানারার।

 

শ্রীলঙ্কার বিপক্ষে সর্বশেষ টি-টোয়েন্টি সিরিজে ভালো করতে পারেননি জাহানারা। প্রথম ম্যাচে ৩৫ রান দিয়ে নেন ১ উইকেট। পরের ম্যাচে ৪ ওভারে ৪৭ রান খরচ করে পান এক উইকেট। শেষ ম্যাচেও মার খেয়েছেন। ৪৪ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য।

জাতীয় দলে একসময়ের ব্যাটিংয়ের ভরসা রুমানা আহমেদের ভাগ্য খোলেনি। ফর্মহীনতায় তিনি বাইরেই থেকে গেছেন।

উল্লেখ্য, আগামী ৯, ১১ ও ১৩ জুলাই বাংলাদেশ ও ভারতের মধ্যকার টি-টোয়েন্টি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। এরপর ১৬, ১৯ ও ২২ জুলাই হবে ওয়ানডে সিরিজের তিন ম্যাচ। ওয়ানডে সিরিজ উইমেন্স সুপার লিগের অংশ। সবগুলো ম্যাচই হবে মিরপুরে।

বাংলাদেশে নারী দলের প্রাথমিক স্কোয়াড

নিগার সুলতানা জ্যোতি, সোবহানা মোশতারি, মুরশিদা খাতুন, লতা মণ্ডল, নাহিদা আক্তার, ফারিহা ইসলাম তৃষ্ণা, সানজিদা আক্তার মেঘলা, দিশা বিশ্বাস, রাবেয়া, স্বর্ণা আক্তার, শারমিন আক্তার সুপ্তা, সুলতানা খাতুন, মারুফা আক্তার, দিলারা আক্তার, সাথি রানি, রিতু মনি, সালমা খাতুন, শামীমা সুলতানা, ফারজানা হক পিংকি, ফাহিমা খাতুন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি