চট্টগ্রামের লালদিয়ায় নতুন কন্টেইনার টার্মিনাল নির্মাণ ও পরিচালনা করা নিয়ে ডেনিশ শিপিং অ্যান্ড লজিস্টিক জায়ান্ট মার্স্ক গ্রুপের প্রস্তাব দিয়েছে বাংলাদেশকে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন তাদের এই প্রস্তাব বিবেচনা করা হবে।
সোমবার (২৮ আগস্ট) সকালে কার্যালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন মার্স্ক গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা রবার্ট মার্স্ক উগ্লা। এ সময় ডেনমার্ক দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স অ্যান্ডার্স কার্লসেন উপস্থিত ছিলেন।
তিনি উল্লেখ করেন, বন্দর উন্নয়নের জন্য সরকার একটি জাতীয় কমিটি গঠন করেছে। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, বাংলাদেশে ডেনমার্কের ৫০টির বেশি কোম্পানি কাজ করছে। শিপিং ও লজিস্টিক খাতের জায়ান্ট গ্রুপ মায়েরস্ক এবার বিপুল পরিমাণ বিনিয়োগের আগ্রহ দেখিয়েছে।
মন্ত্রিসভার বৈঠক: মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠক সোমবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মন্ত্রিপরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।