চট্টগ্রামের কালুরঘাটের বিসিক শিল্পনগরী এলাকার একটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট কাজ করছে।
শনিবার (৯ ডিসেম্বর) সকাল ৯টায় বিসিক শিল্পাঞ্চলের কাদের বেডিং নামের জুট কারখানা থেকে আগুনের সূত্রপাত ঘটে।
ফায়ার সার্ভিস জানায়, খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের কালুরঘাট এবং চান্দগাঁও স্টেশনের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে আগুনের ভয়াবহতা বাড়তে থাকলে চন্দনপুরা এবং বায়েজিদ স্টেশন থেকে আরও তিন ইউনিট যোগ দেয়।
বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। তবে এখনও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।