এ কে এম আজাদ: চট্টগ্রামে কোটা বিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ ফারুকের লাশ চান্দিনায় তার শ্বশুর বাড়িতে দাফন সম্পন্ন করা হয়।
সাড়া দেশে কোটা বিরোধী আন্দোলন চলমান। এমতাবস্থায় মো: ফারুক হোসেন (৩২) চট্টগ্রামের বদ্দারহাট এলাকায় একটি এস.এস কারখানায় ইলেকট্রিক মিস্ত্রির কাজ করেন। ১৬ জুলাই ২০২৪ইং (মঙ্গলবার) দুপুরের খাবার খাইতে যাওয়ার সময় কোটা বিরোধী আন্দোলনের দুপক্ষের গোলাগুলির মাঝে পরে ফারুক গুলি বৃদ্ধ হয়। পথচারিরা ফারুককে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত বলে ঘোষণা করেন। ফারুকের মৃত্যুর খবর পেয়ে তার শেয়ালক মোহাম্মদ সাইফুল ইসলাম লাশ সনাক্ত করেন। মৃত ফারুক নোয়াখালী বেগমগঞ্জ উপজেলার সৈয়দপুর গ্রামের মো: দুলাল মিয়ার ছেলে।
মৃত ফারুক হোসেনের লাশ তার শ্বশুর বাড়ি কুমিল্লা জেলা চান্দিনা উপজেলা বাতাঘাসি ইউনিয়নের হাসেনপুর গ্রামে ১৭ জুলাই ২০২৪ইং (বুধবার) সকাল ৭টায় থানা পুলিশের উপস্থিতিতে দাফন করা হয়। তিনি মৃত্যুকালে স্ত্রী, এক ছেলে ও এক কন্যা রেখে যান।