চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের উত্তরের ওয়ার্ডগুলোতে শান্তিপূূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। তবে ভোটার উপস্থিতি কম।
জেলার আওতাভুক্ত ১ নং ওয়ার্ড পরিদর্শন শেষে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন বলেন, জেলার আওতাভুক্ত ওয়ার্ডে শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এখনো পর্যন্ত সংঘাতের কোন ঘটনা ঘটেনি।
লালিয়ারহাট হোসাইনীয়া সিনিয়র মাদ্রাসা কেন্দ্রের প্রিজাইডিং কর্মকতা প্রণব কুমার নাথ বলেন, শীতের সকালের কারণে ভোটার উপস্থিতি কম। বেলা বাড়ার সাথে সাথে উপস্থিতি বাড়বে। এ কেন্দ্রে ভোটার রয়েছে ২ হাজার ৩৩৯ জন।
চট্টগ্রামের পুলিশ সুপার এস এম রশিদুল হক বলেন, সংঘাত এড়াতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
জে বটতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা সুনির্মল চৌধুরী বলেন, এ কেন্দ্রে ভোটার উপস্থিতি খুবই কম। দেড় ঘণ্টায় ৫০টি ভোট পড়েছে। এ কেন্দ্রে ভোটার রয়েছে ২ হাজার ৭৭৩ জন।
হামজাবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রিজাইডিং কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, দুই ঘণ্টায় ভোট পড়েছে প্রায় ১০০টি। আশা করছি, দুপুরের পর ভোটার উপস্থিতি বাড়বে।
সোর্স : বাংলাদেশ প্রতিদিন