১৮ জানুয়ারী শুক্রবার সকাল ৯ টায় চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন মিলনায়তনে জাতীয় সাংবাদিক সংস্থা চট্টগ্রাম মহানগর কমিটির সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের নির্বাহী সভাপতি মোঃ শাহজাহান মোল্লা। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের মহাসচিব মুহাম্মদ কামরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সিনিয়র সহ সভাপতি মোঃ আবুল বাসার মজুমদার, কেন্দ্রীয় সহ সভাপতি মোঃ মমিনুর রশিদ শাইন, চট্টগ্রাম বিভাগের সাধারণ সম্পাদক মোঃ কেফায়েত উল্লাহ কায়ছার সহ নেতৃবৃন্দ। সম্মেলনে কে এম রুবেল সভাপতি ও মোঃ হোসেন সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়।