1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৯:৩৭ অপরাহ্ন

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের ৪৩ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১ জুলাই, ২০২৪

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের ৪৩ তম বার্ষিক সাধারণ সভা অদ্য ২৯/০৬/২০২৪ তারিখ শনিবার বিকাল ৩:০০ ঘটিকার সময় হাসপাতালের লেকচার গ্যালারীতে অনুষ্ঠিত হয়। সভাতে সভাপতিত্ব করেন কার্যনির্বাহী কমিটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট জনাব সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন। সভার শুরুতেই বিগত ১ বছর কার্যকালে যেসকল বিশিষ্ট ব্যক্তিবর্গ, হাসপাতালের আজীবন সদস্য/সদস্যা ও হাসপাতালের কর্মকর্তা, কর্মচারী মৃত্যু বরণ করেছেন তাঁদের জন্য শোক প্রস্তাব উত্থাপন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন হাসপাতালের আজীবন সদস্য ও চট্টগ্রাম-১১ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ¦ এম এ লতিফ এমপি। সভায় স্বাগত বক্তব্য রাখেন কার্যনির্বাহী কমিটির ভাইস প্রেসিডেন্ট জনাব আবদুল মান্নান রানা। সভাতে ২০২৩ সালের হাসপাতালের বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন কার্যনির্বাহী কমিটির জেনারেল সেক্রেটারী জনাব মোহাম্মদ রেজাউল করিম আজাদ। প্রতিবেদনে হাসপাতালের সার্বিক কার্যক্রম বিশেষ করে বিগত বছরে বিশেষ অর্জন সমূহ আজীবন সদস্য/সদস্যাগণের উদ্দেশ্যে তুলে ধরা হয়। কার্যনির্বাহী কমিটির ট্রেজারার অধ্যক্ষ লায়ন ড. মোহাম্মদ সানাউল্লাহ ২০২৩ সালের হাসপাতালের নিরীক্ষা প্রতিবেদন, ২০২৪ সালের বাজেট ও ২০২৪ সালের নিরীক্ষক নিয়োগের প্রস্তাব সভায় উপস্থাপন করেন এবং বাজেটের বিশেষ দিক সমূহ তুলে ধরেন। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজের ২০২৩ সালের নিরীক্ষা প্রতিবেদন ও ২০২৪ সালের বাজেট উপস্থাপন করেন মেডিকেল কলেজের ফাইন্যান্স ম্যানেজমেন্ট টিমের চেয়ারম্যান জনাব সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন। সভাতে হাসপাতালের বার্ষিক প্রতিবেদন, হাসপাতাল ও মেডিকেল কলেজের নিরীক্ষিত হিসাব প্রতিবেদন উপস্থাপন করা হয়। সভাতে জেনারেল সেক্রেটারীর প্রতিবেদন, হাসপাতাল ও মেডিকেল কলেজের আর্থিক বিবরনী নিরীক্ষিত হিসাব ও ২০২৪ সালের প্রস্তাবিত বাজেটের উপরে সম্মানিত আজীবন সদস্যগণ বিশদ ভাবে আলোচনায় অংশ গ্রহণ করেন। বিস্তারিত আলোচনা শেষে বার্ষিক প্রতিবেদন, আর্থিক প্রতিবেদন, নিরীক্ষিত হিসাব ও প্রস্তাবিত বাজেট সর্বসম্মতিক্রমে অনুমোদন করা হয়।
মাননীয় সদস্য সদস্য আলহাজ¦ এম এ লতিফ এমপি বলেন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল আজ বাংলাদেশের অন্যতম সেরা বেসরকারী হাসপাতাল হিসেবে ব্যাপকভাবে পরিচিত ও সমাদৃত। আমরা চট্টগ্রামবাসী বিশেষ করে আমার নির্বাচনী এলাকা চট্টগ্রাম-১১ এর জনগণ এই হাসপাতালকে নিয়ে গর্ব করে। আমরা মনে করি এটা আমাদের প্রতিষ্ঠান। এই হাসপাতালের উন্নয়নের জন্য আমাদের সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। আমাদের দোয়া ও সমর্থন আপনাদের প্রতি রয়েছে এবং থাকবে ইনশা আল্লাহ। তিনি রোগীদের প্রতি আন্তরিক সদয় ব্যবহার ও সহানুভূতিশীল আচরণ করার জন্য ডাক্তার, নার্স ও সংশ্লিষ্ট সকলকে বিশেষভাবে অনুরোধ করেন। তিনি হাসপাতালের কর্মকর্তা কর্মচারীদের উৎসাহিত করার জন্য তার নিজের পক্ষ থেকে তিন মাস পর পর ১০জন বেস্ট কর্মচারীকে পুরষ্কৃত করার প্রতিশ্রæতি দেন। এছাড়া আজীবন সদস্যগণের মধ্য থেকে আলোচনায় আরো অংশগ্রহণ করেন হাসপাতালের সাবেক পরিচালক (প্রশাসন) লে. কর্ণেল (অব.) মোঃ নজরুল ইসলাম চৌধুরী, রোটারিয়ান এমদাদুল আজিজ চৌধুরী, জনাব সাইফুল্লা মনসুর, জনাব শাহ আলম চৌধুরী, জনাব জিয়া হাবিব আহসান, জনাব মোঃ সাজ্জাদ, জনাব ফজলে এলাহি টিপু, লায়ন নবাব হোসেন মুন্না, জনাব সৈয়দ মোঃ খালেদ, জনাব খায়রুল আলম, জনাব সাইফুল আলম চৌধুরী, জনাব এস এম সালাউদ্দিন, জনাব ফজলুল করিম মুন্না, জনাব ওয়াজি উল্লাহ বাদল, জনাব সালাউদ্দিন সামির, জনাব জাকের আহমেদ খোকন, জনাব কপিল উদ্দিন, জনাব মোঃ মাহমুদুর রহমান শাওন, জনাব মোঃ আরিফ, জনাব সোলায়মান হোসেন বাচ্চু, জনাব আবদুর রহিম, জনাব ইফতেখার হোসেন, জনাব জাহেদ মহিউদ্দিন, জনাব আবদুল জলিল মিয়াজি, জনাব মোঃ ইলিয়াছ, জনাব এম এ আজাদ চৌধুরী, জনাব তারিকুল ইসলাম তানভির, জনাব মোঃ মহিউদ্দিন, জনাবা ফাতেমা বাদশা, জনাব খন্দকার রাজু আহমেদ, এডভোকেট মাসুদ আলম, জনাব ফজলুর রহমান স্বপন, জনাব মোশারফ হোসেন প্রমুখ। সভাতে আজীবন সদস্যবৃন্দ হাসপাতালের সেবার মান বৃদ্ধি, আজীবন সদস্য/সদস্যাদের চিকিৎসা সেবা সহ বিভিন্ন সুযোগ সুবিধা বৃদ্ধি, কর্মকর্তা কর্মচারীদের বিভিন্ন সুযোগ সুবিধা বৃদ্ধির বিষয়ে মত প্রকাশ করেন। জেনারেল সেক্রেটারী জনাব মোহাম্মদ রেজাউল করিম আজাদ আজীবন সদস্যদের বিভিন্ন প্রশ্নের জবাব প্রদান করেন এবং যেসকল বিষয় সভায় উপস্থাপিত হয়েছে তা পর্যায়ক্রমে বাস্তবায়নের আশ^াস প্রদান করেন। কার্যনির্বাহী কমিটির প্রেসিডেন্ট (ভারপ্রাপ্ত) সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন বার্ষিক সাধারণ সভায় উপস্থিত হওয়ার জন্য এবং বার্ষিক সাধারণ সভা সফল করার জন্য সম্মানিত আজীবন সদস্যগণকে আন্তরিক ধন্যবাদ জানান। সভায় আরো উপস্থিত ছিলেন কার্যনির্বাহী কমিটির ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিঃ মোঃ জাবেদ আবছার চৌধুরী, ডাঃ মোঃ পারভেজ ইকবাল শরীফ, জয়েন্ট ট্রেজারার জনাব এস এম কুতুব উদ্দিন, অর্গানাইজিং সেক্রেটারী জনাব মোহাম্মদ সাগির, স্পোর্টস এন্ড কালচারাল সেক্রেটারী জনাব মোঃ আহসান উল্লাহ, ডোনার সদস্য জনাব মোঃ শহীদ উল্লাহ, প্রফেসর ড. ইঞ্জিঃ রশীদ আহমেদ চৌধুরী, কার্যনির্বাহী কমিটির সদস্য প্রফেসর ডাঃ কামরুন নেসা রুনা, জনাব মোঃ আলমগীর পারভেজ, ডাঃ ফজল করিম বাবুল, জনাব মোঃ হারুন ইউসুফ, জনাব এ এস এম জাফর, জনাব ছৈয়দ ছগীর আহমদ, চমাশিহা মেডিকেল কলেজের উপদেষ্টা প্রফেসর (ডাঃ) এ এস এম মোস্তাক আহমেদ, ভারপ্রাপ্ত প্রিন্সিপাল প্রফেসর অসীম কুমার বড়–য়া, হাসপাতালের পরিচালক (প্রশাসন) ডাঃ মোঃ নূরুল হক, উপ-পরিচালক (প্রশাসন) জনাব মোহাম্মদ মোশাররফ হোসাইন, উপ-পরিচালক (মেডিকেল এ্যাফেয়ার্স) ডাঃ এ কে এম আশরাফুল করিম, উপ-পরিচালক (ফিন্যান্স) মনজুরুল আলম চেওধুরী, উপ-পরিচালক (প্রশাসন, আইসিএইচ) ডাঃ মোঃ আবু সৈয়দ চৌধুরী প্রমুখ। সভায় বিপুল সংখ্যক আজীবন সদস্য ও দাতা সদস্য অংশ গ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি